Thursday, December 7, 2023

গণতন্ত্র

রুশরা বলে শয়তান ততটা ভয়ঙ্কর নয় যত বড় করে তাকে কল্পনা করা হয়। একই ভাবে বলা যায় ঈশ্বরও ততটা সর্ব গুণে গুণান্বিত নন যতটা তাঁকে মনে করা হয়। সেই সূত্র ধরেই বলা চলে রাশিয়া, চীন ইত্যাদি দেশের একনায়কত্ব ও পশ্চিমা গণতন্ত্র সম্পর্কে। ভোটের নয়, ভাতের অধিকারে গণতন্ত্রের মান বিচার করা মনে হয় অনেক বেশি মানবিক। কেননা দিনের শেষে ভোট শুধুই সমান অধিকারের মিথ্যা বুলি আর ভাত বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার চরম বাস্তবতা। 

দুবনা, ০৮ ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment