অনেক সময় মনে হয় যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী, যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত "ছোটদের বড়দের সকলের, গরীবের নিঃস্বের ফকিরের, আমার এ দেশ সব মানুষের সব মানুষের" মন্ত্রে বিশ্বাসী তাদের জন্য একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলই ডিসেম্বর আর আংশিক ভাবে পয়লা বৈশাখ ছাড়া ক্যালেন্ডারের আর কোন দিনই অবশিষ্ট নেই। একাত্তরে পরাজিত শক্তির হাতে সব বেমালুম লুট হয়ে গেছে।
মস্কোর পথে, ১৬ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment