Monday, December 4, 2023

সহনশীলতা

মানুষ বিভিন্ন বিশেষণে ঈশ্বরকে আখ্যায়িত করে থাকে সোজা বাংলায় যাকে বলে তেল মারে। পরম করুণাময়, সর্বশক্তিমান, সর্বজ্ঞ ইত্যাদি। অন্য বিষয়ে বলতে পারব না, তবে তিনি যে সহনশীল সেটা মানতেই হবে। তাঁর নামে যত অন্যায় করা হয়, তাঁর নাম ভাঙিয়ে যত মানুষকে ঠকানো হয় সেটা সহ্য করা শুধু ঈশ্বরের পক্ষেই সম্ভব। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শুধু ঘুষখোর, দুর্নীতিবাজ নয়, মহামান্য আদালত পর্যন্ত এখন নির্বাচনের ঝড় বাদল ঈশ্বরের প্রশস্ত ও সর্বংসহা কাঁধে তুলে দিতে দ্বিধা করে না। বেচারা যাবে কোথায়?

মস্কো, ০৪ ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment