আজ আমাদের এ বছরের শেষ কাজের দিন। ল্যাব অনেক আগেই ফাঁকা। আমারও কাজ শেষ। বসে বসে লেখা বা পড়া করাই যায়। কিন্তু থাকতেও ইচ্ছে করছে না, আবার বেরুতেও ইচ্ছে করছে না। অফিস ছুটি ৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। মনে হচ্ছে অফিস তো নয়, বাড়ি থেকে দীর্ঘ দিনের জন্য কোথাও যাচ্ছি। এই এক সমস্যা। অফিস মানে স্বাধীনতা, একা একা সময় কাটানো। আগে আমাদের এই সময় অফিসে আসতে হলে আগে থেকে বিশেষ অনুমতি নিতে হত। এখন সেই সমস্যা নেই। তারপরেও যেতে ইচ্ছে করছে না। এখানে যা করছি সেসব বাসায় বসেও করা যায়। তবে অফিসের এক অন্য আবেদন। যাকগে। কী আর করা। ২০২৩ যখন কিছুতেই আর থাকতে চাইছে না, আরেক বার সাধিলেও খাইবে না বলছে, ওকে বরং ছেড়েই দিই। ঘুরে বেড়াক গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে, অন্ধকার আকাশে।
দুবনা, ২৯ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment