আমাদের লেখকদের জীবনী থেকে বোঝা যায় তাদের জীবনের ভালো-মন্দ নিজেদের লেখনীর শক্তির চেয়েও বেশি করে নির্ভর করত ছাপাখানার মালিকের উপর। আমাদের মত সাধারণ মানুষের জীবনও সেই ছাপাখানার মালিকদের মর্জির উপর নির্ভর করে। তবে সাধারণ ছাপাখানায় যেখানে বই ছাপায় সেখানে এরা ছাপায় ডলার। যতদিন এই ছাপাখানার মনোপলি থাকবে আর সেটা থাকবে ছোট্ট এক গোষ্ঠীর হাতে, ততদিন আমাদের ভাগ্যও ফাঁসি কাষ্ঠে ঝুলতেই থাকবে, যার দড়ি এই গোষ্ঠীর হাতে।
দুবনা, ০৯ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment