গত রোববারের মত আজও ফেসবুক আমার ভোলগা ভ্রমণ কাহিনী গায়েব করে দিল। কারণটা যে অকারণ বলাই বাহুল্য। গনি মিঞা গরীব কৃষক। নিজের জমি নাই। অন্যের জমি চাষ করে। তাতে ধান হয়, পাট হয়। সে তার অর্ধেক ভাগ পায়। আমরা যারা বিনা পয়সায় ফেসবুকে নিজেদের লেখক ভাগ্য অন্বেষণ করি তারা গনি মিঞার চেয়েও অধিকার বঞ্চিত। সুতরাং যেটুকু স্বাধীনতা দেয় সেটুকু নিয়েই খুশি ভাব দেখাতে হয়। যারা লেখাগুলো পড়তে চান, ইনবক্স করবেন।
মস্কো, ০৩ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment