ভোলগার তীরে হাঁটতে হাঁটতে আমি ওকে বললাম "শুভ নববর্ষ!"
সে সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল
সে আবার কি? আমি তো অনন্ত কাল ধরে বয়ে চলছি।
গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত আসে।
কিন্তু নতুন বছর আসে এমন অলক্ষুনে কথা তো শুনিনি।
বনে ঘুরতে ঘুরতে আমি বার্চ, পাইন, ওক, ম্যাপলদের "শুভ নববর্ষ" জানালাম।
ওরাও মাথা দুলিয়ে বেনী নাড়িয়ে বলল
সে কী অলক্ষুনে কথা। এর কি শুরু আছে? প্রকৃতিতে এমন কিছু তো দেখিনি কোনদিন।
আমি ডালে ডালে বসে থাকা পাখিদের "শুভ নববর্ষ" বললাম।
কিন্তু ওরাও বলল এমন অনাসৃষ্টি ওরা প্রকৃতিতে কোনদিন দেখেনি।
আমি তখন বাতাসকে "নববর্ষের শুভেচ্ছা" জানালাম।
ও কিছু না বুঝে কিছু না বলে শো শো শব্দ করে চলে গেল।
আমি আকাশকে তখন "নববর্ষের শুভকামনা" জানালাম।
আকাশ তার ডাগর নীল চোখে আমার দিকে তাকিয়ে অবিশ্বাসের হাসি হেসে বলল
তুমি কি সত্যিই মনে কর এই মহাবিশ্বে নতুন বছর বলে কিছু আছে?
এই অন্তহীন যাত্রায় যেখানে প্রতিটি মূহুর্তই নতুন,
প্রতিটি মূহুর্তই সমান গুরুত্বপূর্ণ
সেখানে এক বিশেষ মূহুর্তের কথা আসে কেমন করে?
স্লেজে করে পাশ দিয়ে চলে যাওয়া এক শিশুকে আমি তখন বললাম
"শুভ নববর্ষ।"
উত্তরে সেও আমাকে "নববর্ষের শুভেচ্ছা" জানিয়ে বুঝিয়ে দিল
নববর্ষ আসলে শুধুই আমাদের, একান্তই মানবিক এক উৎসব!
দুবনা, ৩১ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment