Thursday, March 23, 2023

প্রশ্নোত্তর

গতকাল একজন অভিযোগ করল

বিদেশে থাকেন, ভালমন্দ খান আর দেশের সাধারণ মানুষের অধিকারের জন্য থিওরি কপচান বিবেকে লাগে না?

দেখুন টমাস জেফারসন যখন সব মানুষের সমান অধিকারের কথা লিখেছিলেন সংবিধানে তখন তাঁর বাড়িতে অনেক ক্রীতদাস মানবেতর জীবন যাপন করত। আজও সেই সংবিধানের দোহাই দিয়ে দেশে বিদেশে ওদের হাতে লাখ লাখ মানুষ প্রাণ হারায় আর ভাগ্য সুপ্রসন্ন হলে অনাহারে, অর্ধাহারে থাকে। কই তখন তো আপনারা টম সাহেবকে মিথ্যুক বলেন না, তাঁর বিবেকের কাছে আবেদন জানান না!

দুবনা, ২৩ মার্চ ২০২৩

No comments:

Post a Comment