Sunday, March 19, 2023

সমস্যা

রুশরা বলে "একটা বয়সের পরে ঘুম ভাঙলে যদি শরীরের কোথাও না কোথাও একটু ব্যথা অনুভব না কর তাহলে বোঝা দায় তুমি বেঁচে আছ নাকি মরে গেছে।" অবশ্য বয়স কত হলে এমন হয় এ বিষয়ে কবি নীরব।‌ হয়তো পঞ্চাশ, হয়তোবা ষাট অথবা তারও বেশি। অথবা কাজ থেকে অবসর নেবার পরে। আসলে একটা বয়সের পর মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। সে সমাজের জন্য বোঝা না হলেও গুরুত্বহীন হয়ে পরে। ফলে মানসিক ভাবে ভেঙে পড়ে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে। কিন্তু ছোটখাটো ব্যথা, রোগবালাই বুঝিয়ে দেয় প্রকৃতি তাকে ভুলে যায় নাই, প্রকৃতির কাছে সে এখনও প্রয়োজনীয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগ ইত্যাদি প্রকৃতির অন্যান্য সন্তানের সে অতি প্রিয়। এই বাধা অতিক্রম করার তাড়না তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাই বলা যায় "সমস্যা না থাকাটাই এক বিশাল সমস্যা।"

মস্কো, ২০ মার্চ ২০২৩

No comments:

Post a Comment