রাশিয়ায় সাশা চিওরনি ও আন্দ্রেই বেলি নামে বেশ নামকরা দুজন লেখক ছিলেন। ইংরেজি সাহিত্যেও ব্ল্যাক ও হোয়াইট নামে লেখক ছিলেন। এগুলো হয় পারিবারিক সারনেম অথবা সাহিত্যিক ছদ্মনাম। আজ হঠাৎ করেই জানতে ইচ্ছে করল পশ্চিমা দেশে এসব নাম কি এখনও চলে নাকি এসব সাহিত্যিক নাম আজকাল বিস্মৃতির আড়ালে।
গতকাল মুরগির ডিম কিনতে গেলাম। ছিল সাদা ডিম আর বাদামি। অনেকক্ষণ ধরে ভাবলাম কোন ডিমটা (রঙটা) পলিট কারেক্ট। পরে নিজের বাদামি হাতের দিকে তাকিয়ে সাদা ডিম নেওয়াই যৌক্তিক মনে হল।
দুবনা, ২২ মার্চ ২০২৩
No comments:
Post a Comment