ধর্মের মূল কথা হল এক মত, এক পথে বিশ্বাস, সেখানে সন্দেহের সুযোগ নেই। অথচ পারিবারিক ও সামাজিক জীবনে বিশ্বাস ও সন্দেহ পাশাপাশি চলে। রাজনীতিতে এক মত, এক পথকে আমরা বলি স্বৈরাচার, একনায়কতন্ত্র। অধিকাংশ মানুষ যেখানে জীবনে স্বৈরাচার মেনে নিতে পারে না সেখানে ধর্মভিত্তিক রাজনীতি তারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় কোন যুক্তিতে সেটা মিলিয়ন ডলার কোশ্চেন। অধিকাংশ মানুষ টের পায় না, তবে মানুষ মাত্রেই স্ববিরোধী বা পরস্পরবিরোধী ভাবনায় আক্রান্ত।
দুবনা, ২৫ মার্চ ২০১৯
No comments:
Post a Comment