অনেক দিন পরে গতকাল মনোপলি খেললাম। ছাত্রজীবনে এক আধ বার খেলেছি। শেষ মনে হয় ২০১২ বা ১৩ সালে। তখন আমি মনে হয় সেভার হয়ে খেলেছিলাম। গতকাল রাত ১১টার দিকে ক্রিস্টিনা প্রস্তাব দিল। সবাই বসে পড়লাম - মনিকা, ক্রিস্টিনা, মিশা, সেভা আর আমি। মনে পড়ল ছোটবেলায় সবাই মিলে লুডু খেলার কথা।
মস্কো, ০৬ মার্চ ২০২৩
No comments:
Post a Comment