Thursday, March 16, 2023

মরার আনন্দ

কথা হচ্ছিল ক্রেডিট নিয়ে। গুলিয়া বলল একটু বেশি করে ক্রেডিট নিতে।

যে অবস্থা তাতে কেউ মরলে সৎকার্যের জন্য হাত পাততে হবে।

আন্তন বাসায় ছিল। বললাম,

আন্তন, আমি মারা গেলে ভোলগার বেডে পুঁতে রাখিস।

আমরা দুজন যখন হাসছি, গুলিয়া খুব সিরিয়াস। একটু যে আনন্দ করে মরব তারও উপায় নেই। ঝামেলা।

দুবনা, ১৬ মার্চ ২০২৩

No comments:

Post a Comment