Friday, March 10, 2023

নষ্ট ঘড়ি

বিজ্ঞানীর সামনে প্রশ্নের পাহাড়। তিনি সেসব প্রশ্নের তার উত্তর খোঁজেন আর সেই উত্তরে অনবরত সন্দেহ প্রকাশ করেন। যারা বিজ্ঞানী নন বা বিজ্ঞানের পথে চলেন না তাদের কাছে সব প্রশ্নের উত্তর আছে যদিও কোন প্রশ্ন নেই। সেই উত্তরে তারা এতটাই বিশ্বাসী যে তার সঠিকতা নিয়ে প্রশ্ন করার অবকাশ নেই। সমাজের সর্বত্র এই দ্বিতীয় ধারার লোক বেশি বিধায় সমাজ ও দেশ নামের গাড়ির ড্রাইভার প্রায়শ অন্ধ। তাহলে সমাজ মাঝেমধ্যে ঠিক পথে চলে কেমনে? এ প্রশ্ন আপনি করতেই পারেন।

নষ্ট ঘড়িও দিনে দুই বার সঠিক সময় দেখায়।

দুবনা, ১০ মার্চ ২০২৩

No comments:

Post a Comment