Thursday, March 16, 2023

চরম আপেক্ষিক

কারও প্রতি অন্ধ ভক্তি বা অন্ধ ঘৃণা মুদ্রার এপিঠ ওপিঠ। উভয়েই পরিণামে মৌলবাদের জন্ম দেয়। অন্ধত্ব চরম, বাস্তবতা আপেক্ষিক। যেখানেই আপেক্ষিকতা সেখানেই প্রশ্ন, সেখানেই যুক্তি। অন্ধবিশ্বাস অনেকটা একদরের দোকানের মত যেখানে দামাদামি অর্থহীন, পক্ষান্তরে যুক্তি হল খোলা বাজার যেখানে দর কষাকষি করা যায়। যে সমাজে দামাদামি করার সুযোগ যত বেশি সেখানে যুক্তিবাদী হবার সুযোগ তত বেশি।

দুবনা, ১৬ মার্চ ২০২৩

No comments:

Post a Comment