Friday, March 31, 2023

গণতন্ত্র

তাত্ত্বিক ও আইনগতভাবে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি হলেও বর্তমানে গণতন্ত্র আসলে সংখ্যালঘিষ্ঠ এলিট শ্রেণির আজ্ঞাবহ ভৃত্য। এরাই অর্থ ও ক্ষমতা বলে সংখ্যাগরিষ্ঠ পাবলিক নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে সংবাদ মাধ্যম, ভোটের ফলাফল। যদি ঘটনা উল্টো দিকে যায় - এর মানে উপর (এলিট শ্রেণী) অক্ষম, নীচ (শোষিত জনগণ) অনিচ্ছুক শুধু নয়, অবাধ্য। ফলাফল - বিপ্লব না হলেও অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতা। বর্তমান ইউরোপ তার জ্বলন্ত উদাহরণ।

দুবনা, ৩১ মার্চ ২০২৩

No comments:

Post a Comment