আফগানিস্তানে তালিবান বিরোধী বিক্ষোভ। মানুষ জাতীয় পতাকা ফেরত চাইছে।
কারা করছে? যারা মধ্য যুগে ফিরে যেতে চায় না, যারা গণতন্ত্র চায়, যারা আধুনিক বিশ্বে বাস করতে চায়।
বিক্ষোভে গুলি।
কারা মরছে? শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ।
কারা মারছে? আমেরিকা যাদের সাথে চুক্তি করে এই শান্তিকামী মানুষের ভাগ্য তাদের হাতে সঁপে দিয়েছে সেই তালিবানরা।
কি দিয়ে মারছে? আমেরিকা যে অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে।
বাইডেন বলেছেন আফগানিস্তানে গণতন্ত্র কায়েম তাদের এজেন্ডা ছিল না। তাদের মিশন ছিল সন্ত্রাসবাদী নিধন। তাহলে তালিবানরা কি সন্ত্রাসী নয় নাকি তাদের মিশন ব্যর্থ? মিশন ইম্পসিবল!
দুবনা, ১৮ আগস্ট ২০২১
No comments:
Post a Comment