খবরে প্রকাশ তালিবানরা সরকারি বাহিনীর অনেক উচ্চপদস্থ অফিসারদের ঘুষ দিয়ে কিনে নেয়। আর এ কারণেই অতি সহজে দেশের দখল নিতে সক্ষম হয়। এটা আমাকে পলাশীর কথা মনে করিয়ে দেয়। আমেরিকাও সাদ্দামের সৈন্যদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। তারও আগে সবে মাত্র নতুন ভূমিতে পদার্পণ করা ব্রিটিশেরা ইন্ডিয়ানদের কিনেছিল মদের বিনিময়ে। তখন ডলার ছিল না। এখন তালিবান কি আমেরিকার শীল আর নোড়া দিয়ে আমেরিকারই দাঁতের গোঁড়া ভাঙল? কিন্তু প্রশ্ন হল কোথায় তারা পেল এই টাকা? আমেরিকাকে টেক্কা দেওয়ার মত টাকা? নাকি সিআইএ যুদ্ধ বা রক্তক্ষয় এড়ানোর জন্য গোপনে তালিবানকে এই টাকা দিয়েছে? আর সেটা যদি সত্য হয় তালিবানের হাতে যে সব আফগান মারা যাবে তাদের রক্তে আমেরিকার হাতও কি রঞ্জিত হবে না?
দুবনা, ১৬ আগস্ট ২০২১
No comments:
Post a Comment