Tuesday, August 24, 2021

বোঝা না বোঝা


ধর্ম অন্তরে থাকুক আর নাই থাকুক সেখানে যে টিকি দাড়ি গজাচ্ছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই তো পারস্পরিক লড়াইটা বেঁচে থাকার জন্য নয় মরার আর মারার জন্য। এই ঘৃণার আগুন থেকে না গুরু না লঘু কেউই রেহাই পায় না। তবে মানুষ যখন এটা বোঝে তখন খুব বেশি দেরি হয়ে যায়।

মস্কো, ২৪ আগস্ট ২০২১

No comments:

Post a Comment