বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়ই যে স্ট্যাটাস চোখে পড়ে সেটা হল মাস্ক পরুন, সামাজিক দৃরত্ব বজায় রাখুন। করোনা নিয়ন্ত্রণে এটা অন্যতম কার্যকরী পদক্ষেপ এতে কোন সন্দেহ নেই। তবে করোনার বিরুদ্ধে লড়াইটা শুধু জনগনের নয়, সরকারেরও। একাত্তরে আমাদের অস্থায়ী সরকার ছিল, জনগন তখন মূল লড়াইটা করলেও সেই সরকার সঠিকভাবে মানুষের নেতৃত্ব দিয়েছে। আজ সরকার আছে, প্রশাসন আছে। তাই শুধুমাত্র জনতাকে সচেতন হলেই হবে না, সরকারকে সচেতন হতে হবে। জনগন যাতে করোনাকালীন বিধিমালা মেনে অনাহারে, অর্ধাহারে বা অন্য কোন ব্যাধিতে মারা না যায় সেদিকে নজর রাখতে হবে। যারা সচেতনতার দায়িত্ব পুরোপুরি জনগনের কাঁধে চাপিয়ে দেন তারা যদি সরকার আর প্রশাসনের কাঁধে এ বিষয়ে একটু সুড়সুড়ি দিতেন লড়াইটা ভাল জমত।
মস্কো, ৩১ জুলাই ২০২১
No comments:
Post a Comment