Sunday, August 15, 2021

রানী

 

গতকাল দেখলাম অনেকেই নিজেদের "রাতের রানী" হিসেবে ঘোষণা করছেন। ব্যাপারটা বেশ চোখে লাগল। কেন?

যদি ভুল না করি এর শুরু মনে হয় ষাটের দশকে যখন জন কেনেডি নিজেকে বার্লিনার বলে ঘোষণা দেন। এরপর ১৯৯৯ বেলগ্রেড মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর বোমা হামলার শিকার হলে অনেকেই নিজেকে আমি বেলগ্রেড বলে ঘোষণা দেন। এরপর আসে শারলি। ইদানীং যেকোনো ধরণের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে যারা সন্ত্রাসের শিকার তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এটা বলা হয়। সেক্ষেত্রে যারা পরীমনির সাথে একাত্মতা ঘোষণা করতে চান, তার পাশে দাঁড়াতে চান তারা যদি "আমি পরীমনি" লিখতেন সেটা অনেক বেশি যৌক্তিক হত। পরীমনিকে রাতের রানী উপাধি কিন্তু তার শত্রু পক্ষ দিয়েছে। এটা তারা করেছে পরীমনিকে হেয় করতে। সমাজের চোখে পরীমনির নেগেটিভ ইমেজ তৈরি করতে। তাই নিজেকে "রাতের রানী" ঘোষণা দিয়ে তার পাশে দাঁড়ানো হয় নাকি তার শত্রুদের অভিযোগের ভিত্তিকে শক্তিশালী করা হয় সেটা ভেবে দেখা দরকার।

সামাজিক মাধ্যমের কল্যাণে আমরা মনে হয় আবেগের কাছে যুক্তি বিসর্জন দিচ্ছি। যেমন বিভিন্ন পোস্টারে দেখছি -

পরীমনির মুক্তি চাই। পরীমনির জন্য ন্যায় বিচার চাই।

আমার মনে হয় একই পোস্টারে দুটো বাক্য সাংঘর্ষিক। আমরা অবশ্যই পরীমনির জন্য ন্যায় বিচার চাইব। আমাদের বিশ্বাস ন্যায় বিচারে তিনি মুক্তি পাবেন।

দুবনা, ১৫ আগস্ট ২০২১

No comments:

Post a Comment