ঝুমন দাশের ব্যাপারে সরকারের ধারাবাহিকতা কল্পনাতীত। পঞ্চম বারের মত তার জামিনের আবেদন বাতিল হয়েছে। এটা সরকারের দৃঢ়তা না দুর্বলতা? দৃঢ়তা এ জন্যে যে সরকার সব সময় কঠিন হস্তে দুর্বলদের দমন করে। তা সে সংখ্যালঘু হোক, ব্লগার হোক বা যেই হোক। যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করার দায়িত্ব নেবার মত বোকামি সরকার করবে কোন মুখে? দুর্বলতা - কারণ ঝুমনকে জামিন দেবার সাথে সাথে মৌলবাদীদের হাত থেকে তাকে রক্ষার দায়িত্বও সরকারেরই। এক্ষেত্রে সরকার কত যে অসহায় তার প্রমাণ আমরা বার বার পেয়েছি। সরকার আর কতবার দুর্বলতার পরীক্ষায় বসবে? তবে সাধারণ মানুষের মনে রাখা দরকার যে দুর্বলদের বিরুদ্ধে মানুষ হাত পাকায় সময় মত যারা নিজেদের সবল মনে করে তাদের উপর এক হাত নেবে বলে। যারা আজ ঝুমন দাশের প্রতি রাষ্ট্রীয় অবিচার গায়ে মাখছেন না একদিন সেই অবিচারের চাকা যদি আপনাদের পিষ্ট করে তখন পাশে দাঁড়ানোর, সহানুভূতি জানানোর কেউ থাকবে না। শুভকামনা!
No comments:
Post a Comment