সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ত্যাগ করে ১৯৮৯ সালে। এখনও মনে আছে একের পর এক ট্যাঙ্ক কীভাবে তাজিকস্তানে প্রবেশ করছিল। বরিস গ্রোমভ এর নেতৃত্ব দেন। তারা কোন অস্ত্র রেখে আসেনি। যা ছিল, তা তাদের তৈরি আফগান সৈন্যের হাতে যা দিয়ে তারা আরও তিন বছর তালিবান সহ অন্যদের আক্রমণ প্রতিহত করে।
আমেরিকা চলে গেল শূন্য হাতে। ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, হেলিকপ্টার কত কিছু যে পেছনে ফেলে যাচ্ছে আমেরিকা আর সব গিয়ে পড়ছে তালিবানদের হাতে। সেই তালিবানদের হাতে যাদের তারা প্রায় চল্লিশ বছর আগে নিজেদের পয়সায় গড়ে তুলেছিল। অস্তের পরিমাণ এতই যে তা দিয়ে তালিবানদের মত তিন তিনটে সেনাবাহিনী গঠন করা যায়।
তালিবান সুন্নীদের সংগঠন। ইরান শিয়াদের দেশ। এদের বৈরিতা হাজার বছরের। ইরান আমেরিকার শত্রু। আমেরিকার সাথে গোপন চুক্তির ভিত্তিতে তালিবান এই অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে আর এক্ষেত্রে সৌদি আরব, ইসরাইল, তুরস্কের সহযোগিতা পাচ্ছে - এমন সম্ভাবনা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়?
দুবনা, ১৯ আগস্ট ২০২১
No comments:
Post a Comment