Sunday, August 8, 2021

ধারা ও ধারাবাহিকতা

অদ্ভুত সময় বয়ে যায় মরা গাঙে। দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় এলে একসময় নিজেই দেশ হয়ে যায়। তার বিরোধিতা হয় দেশদ্রোহীতা। কোটি কোটি টাকা খরচ করে উপাসনালয় যারা তৈরি করে তারাই একদিন ধর্ম হয়ে যায়, ধর্মের মতই কোন রকম আলোচনা সমালোচনার ঊর্ধ্বে। এমতাবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মত মন্ত্রী, আমলা, শিল্পপতি, রাজনীতিবিদদের অনুভূতিতে আঘাত দেওয়ায় ব্যাপারেও আইন প্রনয়ন জরুরি। তাতে আর কিছু হোক না হোক বিচার পাবার দুরাশায় কাউকে হেনস্থা হতে হবে না। অবিচার কমলে আনুপাতিক হারে বিচার বাড়লে বাড়তেও পারে।

দুবনা, ০৮ আগস্ট ২০২১

No comments:

Post a Comment