Tuesday, August 31, 2021

সাহস


ঝুমন দাসদের মত সাধারণ মানুষকে মুক্তি দিতে যে ধরনের বুকের পাটা লাগে সেটা অনেকেরই থাকে না। অন্যায় করে এদের মত সাধারণ মানুষের কাছে অপরাধ স্বীকার করাকে অনেকেই লজ্জাজনক বলে মনে করে। ছোট মানুষের কাছে ছোট হতে নিজেকে খুব বেশি ছোট করতে হয় কিনা। তাই তো এদের সাহসে কুলায় না ঝুমনদের স্ত্রী সন্তানের চোখে চোখ রাখার, খোলা চোখে সত্যের মুখোমুখি হবার। সত্য, বিনয় এসব অমূল্য, টাকা দিয়ে কেনা যায় না। কেনা বেচার এই যুগে তাই শাসকদের ভীরুতার দাম কড়ায় গণ্ডায় মেটাতে হয় ঝুমনদের কারার আড়ালে লুকিয়ে থেকে।

কাজান, ০১ সেপ্টেম্বর ২০২১


No comments:

Post a Comment