Sunday, August 1, 2021

দাবি

 

দেশের উন্নয়ন যেমন কলের চাকা ঘোরার উপর নির্ভরশীল, মানুষের উন্নয়ন তেমনি নির্ভর করে চাকরি বা কাজের উপর। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া মানুষ তাই মৃত্যুকে তুচ্ছ করে চাকরির বা জীবনের পিছে ছোটে। এটাই ভোগবাদি সমাজের নতুন আদর্শ। ঢাকামুখী মানুষের ঢল এটা সর্বোপরি তাই যুগের হাওয়া। এটা ভালো বা মন্দ নয়, এটাই জীবন। সাধারণ মানুষ আজ কাজ চায়, কাজ করে অর্থ উপার্জন করে মাথা উঁচু করে বাঁচতে চায়। সরকার আর মালিকদের কর্তব্য কাজের পরিবেশ তৈরি করা যাতে এসব এলাকায় রোগ নিয়ন্ত্রণে থাকে। লক ডাউন আরোপ নয়, সেটা তুলে নিয়ে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্হা সহ কাজের জন্য সুস্থ পরিবেশ তৈরিই আমাদের দাবি হোক
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

No comments:

Post a Comment