Sunday, August 1, 2021

সুখ দুঃখ

 

একটা ছবিতে দেখলাম মানুষজন ট্রাকের উপর গাদাগাদি করে ঢাকা যাচ্ছে। চাইলে সরকার ও মালিকরা গাড়ি করে এদের আনার ব্যবস্থা করতে পারত। এতে মানুষের ভোগান্তি কমতো, সমাজের এলিট বলে যারা পরিচিত তাদের মানবিক রূপ জনগন দেখতে পেত।এতে লাভবান হত সবাই। সেদিক থেকে ছবিটি কষ্টকর। আবার যখন দেখলাম এই সব নারী;ও শিশুরা পুরুষদের হাতে নিজেদের নিরাপত্তার ভার তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাবলাম আমাদের সমাজে এখনও সেই সব পুরুষ আছে যারা নারীদের সম্মান করতে জানে। এটা স্বস্তি জাগায়।
 
মস্কো, ৩১ জুলাই ২০২১

No comments:

Post a Comment