Tuesday, August 24, 2021

উত্তরের প্রশ্ন

ট্রিপের জন্য রেডি হতে গিয়ে ভাবলাম মনিকা যে নতুন জুতা কিনেছে সেটা না নিয়ে পুরানো জুতা নেওয়াই ভাল। না, জুতার জন্য মায়া থেকে নয়, পদ যুগলের আরাম আয়েশের কথা ভেবে। শত হলেও পর তো নয়, নিজের রক্ত মাংসে গড়া পা। কিন্তু সমস্যা হল বউয়ের প্রিয় কুকুরেরা জুতার ফিতার কিছুটা খেয়ে ফেলেছে। পরতে অসুবিধা নেই, তবে বউ লজ্জার ভয়। লোকজনের মতামত আমার কাছে কোন দিনই তেমন গুরুত্বপূর্ণ ছিল না, ওরা একটু হেসে চলে যায়। আমি কাউকে হাসাতে পেরে বরং খুশিই হই। তবে বউ দেখলে বলবে অন্য কোন জুতা ছিলনা না কি? আর এটা যে তার কুকুরদের কাজ সেটা বলেও লাভ নেই, কেননা দোষ হবে আমাদের, কেন সরিয়ে রাখিনি। 

আমাদের আশেপাশে জুতার দোকান নেই, তাই লেস পাওয়া যাবে না। ভাবলাম যেখানে জুতা সেলাই করে সেখানে যাই। গিয়ে দেখি ওটা বন্ধ। দেখে মনে হল অনেক দিনই সেটা খোলা হয়নি। এক বৃদ্ধা মহিলাকে দেখে তাই জিজ্ঞেস করলাম 
- শুভ বিকেল। এখানে যে জুতা সেলাইয়ের দোকান ছিল সেটা কি আর কাজ করে না? 
- আমাদের বাসার নীচেই ওটা ছিল। তবে যে লোক কাজ করত সে মারা গেছে। এরপর থেকেই ওটা বন্ধ। 

প্রথমত উনি কোথায় থাকেন সেটা নিয়ে আমার কোনই মাথা ব্যথা নেই। যিনি সেলাই করতেন তিনি জীবিত না মৃত সেটাও আমার আগ্রহের বিষয় না। ভাগ্যিস বলেন নাই কিসে মারা গেল। হয়তো আশা করছিলেন আমি প্রশ্ন করব। আমি শুধু ধন্যবাদ দিয়ে চলে এলাম। 

প্রায়ই অনেকে ইনবক্স করেন। কিন্তু সেখানে খুব কম সময়ই কোন প্রয়োজনীয় ইনফরমেশন থাকে। এই যে দেখেন না, আমি এত্ত বড় এক স্ট্যাটাস লিখে ফেললাম, অথচ এতে কারও জন্যই কোন প্রয়োজনীয় ইনফরমেশন নেই। এখন যুগটাই মনে হয় ইনফরমেশন পলিউশন মাহাবিশ্বকে ভরে ফেলার। কিছুদিন আগে পড়লাম কোন কোন বিজ্ঞানী ডার্ক এনার্জির সাথে ইনফরমেশনের যোগাযোগ খোঁজার চেষ্টা করছেন। আমরা হয়তো এভাবে নিজেরাই ধাক্কা নিয়ে মহাবিশ্বের দেওয়ালটা দূরে আরও দূরে ঠেলে দিচ্ছি।

ভালদাইয়ের পথে, ২৪ আগস্ট ২০২১

No comments:

Post a Comment