Tuesday, August 31, 2021

সাহস


ঝুমন দাসদের মত সাধারণ মানুষকে মুক্তি দিতে যে ধরনের বুকের পাটা লাগে সেটা অনেকেরই থাকে না। অন্যায় করে এদের মত সাধারণ মানুষের কাছে অপরাধ স্বীকার করাকে অনেকেই লজ্জাজনক বলে মনে করে। ছোট মানুষের কাছে ছোট হতে নিজেকে খুব বেশি ছোট করতে হয় কিনা। তাই তো এদের সাহসে কুলায় না ঝুমনদের স্ত্রী সন্তানের চোখে চোখ রাখার, খোলা চোখে সত্যের মুখোমুখি হবার। সত্য, বিনয় এসব অমূল্য, টাকা দিয়ে কেনা যায় না। কেনা বেচার এই যুগে তাই শাসকদের ভীরুতার দাম কড়ায় গণ্ডায় মেটাতে হয় ঝুমনদের কারার আড়ালে লুকিয়ে থেকে।

কাজান, ০১ সেপ্টেম্বর ২০২১


সৌন্দর্য


"সৌন্দর্য পৃথিবীকে রক্ষা করে" বলেছেন দস্তয়েভস্কি। ইদানিং অবশ্য সৌন্দর্য বিপদ ডেকে আনতেও পারে। তবে সৌন্দর্যে গ্ল্যামার আর পকেটে পয়সা থাকলে ক্ষণিকের জন্য হলেও বিপদ এড়ানো যায়। ঝুমন দাশ এদিক দিয়ে একেবারেই সর্বহারা যদিও শিকল হারাতে পারছে না কিছুতেই।

কাজান, ৩১ আগস্ট ২০২১

Monday, August 30, 2021

পাছা


গত কয়েকদিনে আড়াই হাজার কিলোমিটার জার্নি। দিলীপ বলল
 বিজন পাছা তো ব্যথা হয়ে গেল। 
একটু ভেবে উত্তর দিলাম
 এখন তো পাছা মাত্র ব্যথা করছে, আর দু চার দিন পরে ও নির্ঘাত মারা যাবে।

চেবকসারি থেকে কাজানের পথে, ৩০ আগস্ট ২০২১

অন্ধ

দলান্ধ আর ধর্মান্ধদের ভিড়ে দল আর ধর্ম দুটোই আজ অন্ধ। সচেতন মানুষ জাগ্রত বিবেক নিয়ে থাকে ভয়ে -কে জানে কখন ধড় থেকে কাটা পড়ে অযাচিত তার স্কন্ধ। 

নিঝগোরাদ থেকে চেবকসারির পথে, ৩০ আগস্ট ২০২১

Sunday, August 29, 2021

সমস্যা


আমাদের দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বিভিন্ন সমস্যার সরকার প্রদত্ত সমাধান। এসব সমাধান সাধারণত সমস্যা দূর তো করেই না, বরং সমস্যাকে হাজার গুণ বাড়িয়ে দেয়।

নিঝনি নভগোরাদ, ২৯ আগস্ট ২০২১

চাল

ভিন্ন নামে ভিন্ন দামে বিক্রি হয় একই চাল
চালের দেশে চাল বাবাজিও শিখে গেছে চাল 

নিঝনি নভগোরাদ, ২৯ আগস্ট ২০২১

Friday, August 27, 2021

পালানো


কিছু লোক জীবন নিয়ে পালায়
কিছু লোক পালায় জীবন থেকে
মৃত্যু থেকে পালায় কেউ
জীবন পেছনে রেখে

নিজনিজ নভগোরাদ, ২৮ আগস্ট ২০২১

ভেবে দেখা


অনেক ভেবে দেখলাম কিছুই দেখা হয়নি আর ভাবা হয়েছে তার চেয়েও কম। করার তো এখন আর কিছুই নেই শুধু ভাব দেখানো ছাড়া। তাই ভাবি আর দেখি। দেখি আর ভাবি।

প্লিওস থেকে নিঝনি নভগোরাদের পথে, ২৭ আগস্ট ২০২১

Thursday, August 26, 2021

মদ ও স্ন্যাক


ঘুষ, দুর্নীতি, লুটপাট এসব হল জাকুসকা মানে স্ন্যাকের মত। মদ খেয়ে ধরা পড়লেও কেউ তেমন মদের সাথে স্ন্যাক খেয়ে ধরা পড়ে না ঠিক তেমনি ঘরে দু বোতল মদ রেখে ধরা পড়লেও পেট ভরে ঘুষ খেয়ে, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থেকে বা সারা দেশটা লুটপাট করেও কেউ এসবের জন্য ধরা পড়ে না।

উগলিচ, ২৭ আগস্ট ২০২১

কে কাকে


সিআইএ কাজ করে গোপনে, তালিবান করে প্রকাশ্যে। এদের মিটিং যদি গোপন হয় জয়টা কার? অবশ্য গোপন মিটিংএর খবর যখন প্রকাশ পায় তখন গোপনীয়তার কবর যে রচিত হয় সেটাও তো মিথ্যে নয়। কে কাকে টেক্কা দিল তাই তো মাথায় ঢুকছে না।

উগলিচ, ২৬ আগস্ট ২০২১

Wednesday, August 25, 2021

কথোপকথন

এই কাজটা করতে চাইছি। আপনি কী বলেন?
তুমি একটা গাধা। কথাটা মনে রেখ কিন্তু মাইন্ড করো না।

ত্ভের, ২৫ আগস্ট ২০২১

Tuesday, August 24, 2021

তেল মারা


তেল মারিয়া মারিয়া লোকজন তেলকে আধামরা করিয়া ফেলিয়াছে। অতি উৎসাহীরা তেলকে আধামরা করিয়াই ক্ষান্ত হয় নাই, তাহারা উহাকে একেবারেই মারিয়া ফেলিয়াছে। খবরে প্রকাশ বিশেষ করিয়া সামাজিক মাধ্যমগুলিতে কিছু মানুষের অতি মারামারির কারণে বিশ্ব বাজারে তেল সংকট দেখা দিয়াছে। 

আস্তাশকোভা, ২৫ আগস্ট ২০২১

উত্তরের প্রশ্ন

ট্রিপের জন্য রেডি হতে গিয়ে ভাবলাম মনিকা যে নতুন জুতা কিনেছে সেটা না নিয়ে পুরানো জুতা নেওয়াই ভাল। না, জুতার জন্য মায়া থেকে নয়, পদ যুগলের আরাম আয়েশের কথা ভেবে। শত হলেও পর তো নয়, নিজের রক্ত মাংসে গড়া পা। কিন্তু সমস্যা হল বউয়ের প্রিয় কুকুরেরা জুতার ফিতার কিছুটা খেয়ে ফেলেছে। পরতে অসুবিধা নেই, তবে বউ লজ্জার ভয়। লোকজনের মতামত আমার কাছে কোন দিনই তেমন গুরুত্বপূর্ণ ছিল না, ওরা একটু হেসে চলে যায়। আমি কাউকে হাসাতে পেরে বরং খুশিই হই। তবে বউ দেখলে বলবে অন্য কোন জুতা ছিলনা না কি? আর এটা যে তার কুকুরদের কাজ সেটা বলেও লাভ নেই, কেননা দোষ হবে আমাদের, কেন সরিয়ে রাখিনি। 

আমাদের আশেপাশে জুতার দোকান নেই, তাই লেস পাওয়া যাবে না। ভাবলাম যেখানে জুতা সেলাই করে সেখানে যাই। গিয়ে দেখি ওটা বন্ধ। দেখে মনে হল অনেক দিনই সেটা খোলা হয়নি। এক বৃদ্ধা মহিলাকে দেখে তাই জিজ্ঞেস করলাম 
- শুভ বিকেল। এখানে যে জুতা সেলাইয়ের দোকান ছিল সেটা কি আর কাজ করে না? 
- আমাদের বাসার নীচেই ওটা ছিল। তবে যে লোক কাজ করত সে মারা গেছে। এরপর থেকেই ওটা বন্ধ। 

প্রথমত উনি কোথায় থাকেন সেটা নিয়ে আমার কোনই মাথা ব্যথা নেই। যিনি সেলাই করতেন তিনি জীবিত না মৃত সেটাও আমার আগ্রহের বিষয় না। ভাগ্যিস বলেন নাই কিসে মারা গেল। হয়তো আশা করছিলেন আমি প্রশ্ন করব। আমি শুধু ধন্যবাদ দিয়ে চলে এলাম। 

প্রায়ই অনেকে ইনবক্স করেন। কিন্তু সেখানে খুব কম সময়ই কোন প্রয়োজনীয় ইনফরমেশন থাকে। এই যে দেখেন না, আমি এত্ত বড় এক স্ট্যাটাস লিখে ফেললাম, অথচ এতে কারও জন্যই কোন প্রয়োজনীয় ইনফরমেশন নেই। এখন যুগটাই মনে হয় ইনফরমেশন পলিউশন মাহাবিশ্বকে ভরে ফেলার। কিছুদিন আগে পড়লাম কোন কোন বিজ্ঞানী ডার্ক এনার্জির সাথে ইনফরমেশনের যোগাযোগ খোঁজার চেষ্টা করছেন। আমরা হয়তো এভাবে নিজেরাই ধাক্কা নিয়ে মহাবিশ্বের দেওয়ালটা দূরে আরও দূরে ঠেলে দিচ্ছি।

ভালদাইয়ের পথে, ২৪ আগস্ট ২০২১

বোঝা না বোঝা


ধর্ম অন্তরে থাকুক আর নাই থাকুক সেখানে যে টিকি দাড়ি গজাচ্ছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই তো পারস্পরিক লড়াইটা বেঁচে থাকার জন্য নয় মরার আর মারার জন্য। এই ঘৃণার আগুন থেকে না গুরু না লঘু কেউই রেহাই পায় না। তবে মানুষ যখন এটা বোঝে তখন খুব বেশি দেরি হয়ে যায়।

মস্কো, ২৪ আগস্ট ২০২১

Monday, August 23, 2021

প্রশ্ন

সমস্ত সরকারি অফিস তো বটেই, এমনকি অনেক বেসরকারি অফিসেও দেশের নেতা-নেত্রীদের ছবি ঝুলানো (ফাঁসি নয়, টাঙ্গানো অর্থে) থাকে। এইসব লোকজন যখন দুর্নীতি করে তখন কি ছবির নেতা-নেত্রীরা তার নীরব সাক্ষী থাকেন? ঈশ্বরের নামে বিভিন্ন অপকর্ম করার পরেও ঈশ্বর যেমন বেকসুর খালাস পেয়ে যান (কেস হয় না) পদাধিকার বলে এরাও কিন্তু আইনি ঝামেলা থেকে মুক্তি পান। এজন্যেই কি বলা হয় শাসক (শোষক) হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি?

দুবনা, ২৩ আগস্ট ২০২১


হার জিত

অনেকেই বলছেন আমেরিকা বা পশ্চিমা বিশ্ব হেরেছে, জিতেছে তালিবান
আমার তো মনে হয় কেউই হারেনি, হেরেছে একা আফগানিস্তান।

দুবনা, ২৩ আগস্ট ২০২১

 

Thursday, August 19, 2021

অসম সমতল


আইন সবার জন্য সমান, কিন্তু সমস্যা হল যে সমতলে আইনের এই মসৃণ কার্পেট পাতা আছে সেটা ঢালু। আইন তো আর পাহাড় পর্বত তৈরি করেনি, ধনী গরীবও তৈরি করেনি। আইনের আর দোষ কি?

দুবনা, ১৯ আগস্ট ২০২১

Wednesday, August 18, 2021

সময় নাকি অসময়

 

সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ত্যাগ করে ১৯৮৯ সালে। এখনও মনে আছে একের পর এক ট্যাঙ্ক কীভাবে তাজিকস্তানে প্রবেশ করছিল। বরিস গ্রোমভ এর নেতৃত্ব দেন। তারা কোন অস্ত্র রেখে আসেনি। যা ছিল, তা তাদের তৈরি আফগান সৈন্যের হাতে যা দিয়ে তারা আরও তিন বছর তালিবান সহ অন্যদের আক্রমণ প্রতিহত করে।

আমেরিকা চলে গেল শূন্য হাতে। ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, হেলিকপ্টার কত কিছু যে পেছনে ফেলে যাচ্ছে আমেরিকা আর সব গিয়ে পড়ছে তালিবানদের হাতে। সেই তালিবানদের হাতে যাদের তারা প্রায় চল্লিশ বছর আগে নিজেদের পয়সায় গড়ে তুলেছিল। অস্তের পরিমাণ এতই যে তা দিয়ে তালিবানদের মত তিন তিনটে সেনাবাহিনী গঠন করা যায়।

তালিবান সুন্নীদের সংগঠন। ইরান শিয়াদের দেশ। এদের বৈরিতা হাজার বছরের। ইরান আমেরিকার শত্রু। আমেরিকার সাথে গোপন চুক্তির ভিত্তিতে তালিবান এই অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে আর এক্ষেত্রে সৌদি আরব, ইসরাইল, তুরস্কের সহযোগিতা পাচ্ছে - এমন সম্ভাবনা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়?

দুবনা, ১৯ আগস্ট ২০২১


শাঁখের করাত


আফগানিস্তানে তালিবান বিরোধী বিক্ষোভ। মানুষ জাতীয় পতাকা ফেরত চাইছে।

কারা করছে? যারা মধ্য যুগে ফিরে যেতে চায় না, যারা গণতন্ত্র চায়, যারা আধুনিক বিশ্বে বাস করতে চায়।

বিক্ষোভে গুলি।

কারা মরছে? শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ।
কারা মারছে? আমেরিকা যাদের সাথে চুক্তি করে এই শান্তিকামী মানুষের ভাগ্য তাদের হাতে সঁপে দিয়েছে সেই তালিবানরা।
কি দিয়ে মারছে? আমেরিকা যে অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে।

বাইডেন বলেছেন আফগানিস্তানে গণতন্ত্র কায়েম তাদের এজেন্ডা ছিল না। তাদের মিশন ছিল সন্ত্রাসবাদী নিধন। তাহলে তালিবানরা কি সন্ত্রাসী নয় নাকি তাদের মিশন ব্যর্থ? মিশন ইম্পসিবল!

দুবনা, ১৮ আগস্ট ২০২১

Caution


Not everything that is imported and has an attractive logo is beneficial to your country, society and health. Afghanistan is the burning example. Burning indeed. 


Dubna, 28 august 2021

প্রশ্ন

 

বাইবেলে বলা হয়েছে ঈশ্বর নিজের রূপে ও সাদৃশ্যে মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা তালিবান, আল কায়েদা, ইসিস এসব কি আমেরিকা সেই একই ফর্মুলায় সৃষ্টি করেছে? 
 
দুবনা, ১৮ আগস্ট ২০২১

Tuesday, August 17, 2021

বহুরূপী

 

আমেরিকার আফগান অভিযান কখনই জাতি গঠনের জন্য ছিল না। সত্যটা আপাতত অর্ধেক। একদিন শুনব সে অভিযান ছিল এ অঞ্চলকে অস্থিতিশীল করে রাশিয়া, চীন, ইরান, ভারত ও পাকিস্তানের (?) আভ্যন্তরীণ রাজনীতি যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করা। তাই এই পলায়ন পক্ষান্তরে জয়ের ভিন্নরূপ। বহুরূপী আমেরিকা।

দুবনা, ১৭ আগস্ট ২০২১


Monday, August 16, 2021

প্রশ্ন

 

খবরে প্রকাশ তালিবানরা সরকারি বাহিনীর অনেক উচ্চপদস্থ অফিসারদের ঘুষ দিয়ে কিনে নেয়। আর এ কারণেই অতি সহজে দেশের দখল নিতে সক্ষম হয়। এটা আমাকে পলাশীর কথা মনে করিয়ে দেয়। আমেরিকাও সাদ্দামের সৈন্যদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। তারও আগে সবে মাত্র নতুন ভূমিতে পদার্পণ করা ব্রিটিশেরা ইন্ডিয়ানদের কিনেছিল মদের বিনিময়ে। তখন ডলার ছিল না। এখন তালিবান কি আমেরিকার শীল আর নোড়া দিয়ে আমেরিকারই দাঁতের গোঁড়া ভাঙল? কিন্তু প্রশ্ন হল কোথায় তারা পেল এই টাকা? আমেরিকাকে টেক্কা দেওয়ার মত টাকা? নাকি সিআইএ যুদ্ধ বা রক্তক্ষয় এড়ানোর জন্য গোপনে তালিবানকে এই টাকা দিয়েছে? আর সেটা যদি সত্য হয় তালিবানের হাতে যে সব আফগান মারা যাবে তাদের রক্তে আমেরিকার হাতও কি রঞ্জিত হবে না?

দুবনা, ১৬ আগস্ট ২০২১

দানবীর থেকে দানব

একটা গানে ছিল "তুমি সর্প হয়ে দংশন কর আবার ওঝা হয়ে ঝাড়" । আফগানিস্তানে আমেরিকার অবস্হাও অনেকটা তেমনই, তবে শুধু ভিন্ন অর্ডারে। তুমি ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সাপ হয়ে মার।

দুবনা, ১৬ আগস্ট ২০২১

বন্ধু

 

তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজনই
তোমাকেই ভাল লাগে -

আমেরিকার উদ্দেশ্যে আফগান জনগণ সহ বিশ্ববাসীর প্রার্থনা সঙ্গীত।

আচ্ছা যারা প্লেন থেকে মাটির টানে "ফ্রি ফল" এক্সপেরিয়েন্স করছিল, তাদের কন্ঠেও কি এই গানই ছিল?

দুবনা, ১৬ আগস্ট ২০২১

Sunday, August 15, 2021

অসময়

 

সাদা ধুতি আর সাদা জামা পরে কেউ একজন হেঁটে যাচ্ছেন রাতের নির্জন রাস্তায়। হঠাৎ তাঁর চোখে পড়ল দেওয়াল লিখন "বেনিয়াদের হাত থেকে দেশ বাঁচাও"।
তবে কি ব্রিটিশরা এখনও ভারত ছাড়েনি? চট্টলার অস্ত্রাগার লুন্ঠন, আমাদের প্রাণ দান এ সবই বৃথা?
সিআরবির গাছগুলো তাকিয়ে দেখল মাস্টার দা মাথা নীচু করে হাঁটতে হাঁটতে দূরে মিলিয়ে গেলেন।
এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল তাদের বুকের গভীর থেকে।

দুবনা, ১৬ আগস্ট ২০২১

রানী

 

গতকাল দেখলাম অনেকেই নিজেদের "রাতের রানী" হিসেবে ঘোষণা করছেন। ব্যাপারটা বেশ চোখে লাগল। কেন?

যদি ভুল না করি এর শুরু মনে হয় ষাটের দশকে যখন জন কেনেডি নিজেকে বার্লিনার বলে ঘোষণা দেন। এরপর ১৯৯৯ বেলগ্রেড মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর বোমা হামলার শিকার হলে অনেকেই নিজেকে আমি বেলগ্রেড বলে ঘোষণা দেন। এরপর আসে শারলি। ইদানীং যেকোনো ধরণের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে যারা সন্ত্রাসের শিকার তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এটা বলা হয়। সেক্ষেত্রে যারা পরীমনির সাথে একাত্মতা ঘোষণা করতে চান, তার পাশে দাঁড়াতে চান তারা যদি "আমি পরীমনি" লিখতেন সেটা অনেক বেশি যৌক্তিক হত। পরীমনিকে রাতের রানী উপাধি কিন্তু তার শত্রু পক্ষ দিয়েছে। এটা তারা করেছে পরীমনিকে হেয় করতে। সমাজের চোখে পরীমনির নেগেটিভ ইমেজ তৈরি করতে। তাই নিজেকে "রাতের রানী" ঘোষণা দিয়ে তার পাশে দাঁড়ানো হয় নাকি তার শত্রুদের অভিযোগের ভিত্তিকে শক্তিশালী করা হয় সেটা ভেবে দেখা দরকার।

সামাজিক মাধ্যমের কল্যাণে আমরা মনে হয় আবেগের কাছে যুক্তি বিসর্জন দিচ্ছি। যেমন বিভিন্ন পোস্টারে দেখছি -

পরীমনির মুক্তি চাই। পরীমনির জন্য ন্যায় বিচার চাই।

আমার মনে হয় একই পোস্টারে দুটো বাক্য সাংঘর্ষিক। আমরা অবশ্যই পরীমনির জন্য ন্যায় বিচার চাইব। আমাদের বিশ্বাস ন্যায় বিচারে তিনি মুক্তি পাবেন।

দুবনা, ১৫ আগস্ট ২০২১

Saturday, August 14, 2021

প্রশ্ন

 

শেষ হল স্বপ্ন দেখার পালা
হল শুরু উল্টো পথে চলা
বলতে বলতে বন্ধ হল কথা
কত কথাই হল না যে বলা

বুকের ভেতর যত্নে রাখা বাণী
আজকে সে তো শুধুই কলের গান
মুক্তি মন্ত্রে দীক্ষিত আদর্শ
আজ পেয়েছে বইয়ের তাকে স্থান

বজ্র কন্ঠ উদ্যত তর্জনী
আজকে শুধুই ব্যানার আর পোস্টার
স্বপ্ন কি তাঁর সফল হবে আর
মানুষ হলে ভৃত্য ক্ষমতার।

দুবনা, ১৫ আগস্ট ২০২১

শৃঙ্খলা

আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেউ যদি বেআইনি ভাবে শৃঙ্খলিত হয় তাকে কি বিশৃঙ্খলা (বাহিনী) বলা যায়?

দুবনা, ১৪ আগস্ট ২০২১

দোষ

কোন দোষ যদি নাইবা থাকবে
মানুষ কীভাবে মানুষ হবে।

দুবনা, ১৪ আগস্ট ২০২১

Friday, August 13, 2021

মত অমত

জনগণের মত নাই। জনগণের অমত আছে। সরকার জনমতের তোয়াক্কা করে, জন অমতের নয়। সরকার তুমি কার? জনগণের! জনগণ তুমি কার? বেওয়ারিশ। 

দুবনা, ১৩ আগস্ট ২০২১ 

Thursday, August 12, 2021

ভুল

 

ট্রাম্পের সবচেয়ে বড় অবদান হল এর আগে বিশ্বের প্রায় সব দেশই যখন আমেরিকাকে তাদের উদ্ধারকর্তা মনে করতো ট্রাম্প সবার সেই ভুলটা ভাঙ্গিয়ে দিতে সক্ষম হয়েছেন। আমেরিকার বন্ধু নেই আছে স্বার্থ। স্বার্থ মার্কিন জনগণের নয়, কর্পোরেট মালিকদের স্বার্থ। সবচেয়ে মজার ব্যাপার হল এটাই নির্মম সত্য।

দুবনা, ১২ আগস্ট ২০২১

Wednesday, August 11, 2021

ফুল প্রুফ

টেকনোলজিতে ফুল প্রুফ বলে একটা সিস্টেম আছে যা বোকাদের সহজে কোন ডিভাইস নষ্ট করতে দেয় না অর্থাৎ বোকাদের হাত থেকে ডিভাইস রক্ষা করে। আজ সমাজ, রাষ্ট্র, ধর্ম, রাজনীতি সবই নষ্টদের হাতে পড়ে নিজেরাই নষ্টপ্রায়। ফলে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব ক্ষেত্রেই এখন এরকম সিস্টেম অপরিহার্য হয়ে পড়েছে।

লুবনা, ১১ আগস্ট ২০২১

আমরা নাটক দেখি, হারে শুধু দেশ

 

ফেসবুক ভরে গেছে পরীমনির পক্ষের আর বিপক্ষের মানুষের কথায়। পরীমনিকে চিনি না, তার নাম আগে কোন দিনই শুনি নি। তাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা - সেটা নির্ধারণ করা সত্যিই কঠিন। আর তার কারণ আজকে প্রায় সবাই সামান্য লাভের জন্য, লাইম লাইটে আসার জন্য সত্য মিথ্যা সব ধরণের কথা বলতে, মামলা করতে সদা প্রস্তুত।
সমস্যা কি পরীমনিনে নিয়ে? মানে এই সে সবাই পরীমনির পক্ষে বা বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে - সেটা কী পরিমনির জন্য? তার আগে প্রশ্ন করুন কেন এরকম অবস্থার সৃষ্টি হয়। কেন গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ে পরীমনি হয় সে নিয়ে বাংলা সাহিত্যে হাজার হাজার গল্প উপন্যাস লেখা আছে। তাই এ নিয়ে বলা শুধু কাগজের অপচয়। এমন কি কেন এই অবস্থার তৈরি হয় সেটাও সবার জানা। হ্যাঁ, দেশে আইনের অপপ্রয়োগ। সেটা ঝুমন দাশের ক্ষেত্রেই হোক, পরীমনির ক্ষেত্রেই হোক আর অন্য কারও ক্ষেত্রেই হোক। আইনের দেবীর চোখ থেকে অনেক আগেই পর্দা সরিয়ে নেওয়া হয়েছে, তাই তিনি আজ সবাইকে সমান চোখে দেখেন না (আসলে সমান ভাবে সবার উপস্থিতি এড়িয়ে যান না) - কাউকে কাউকে বিশেষ ভাবে দেখেন। এই সিলেক্টিভ বিচার ব্যবস্থা পরীমনির জন্য নয়, দেশের জন্য ক্ষতিকর আর তার মানে আমার, আপনার, তার, তাদের সবার জন্য ক্ষতিকর। তবে আশার কথা একদিন আপন পর হবে আর তখন খুব কষে তাদের পেছনে বেত্রাঘাত করা যাবে। তবে সেটা কোন সমাধান নয়, দুর্বল মানুষের মানসিক হস্ত মৈথুন। তবে এই যে হাইপ, এই যে পক্ষে বিপক্ষে হাজার লেখালেখি সেটা কিন্তু পরীমনির জন্য নয়, তাকে নিয়ে প্রায় কেউ ভাবছে না, ভাব ধরছে আর তার ঘাড়ে ভর করে নিজেরা জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে। এখানে পক্ষে বিপক্ষে নেই, সবাই নিজের পক্ষে, এই সুযোগে হরিলুটের বাতাসা কতটা কুড়িয়ে নেওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত। সত্যের, আইনের শাসনের জন্য লড়াই হলে পরীমনির সাথে সাথে ঝুমন দাশ আর নিরীহ দেবতারাও স্পটে আসত। যদি বার বার পরীমনি নাটক দেখতে না চান আইনের শাসনের জন্য লড়াই করুন। কারণ এই নাটকে হারলে বা জিতলে হারবে বা জিতবে শুধুই পরীমনি আর ফলাফল যাই হোক ন কেন - দেশ হারবে সব অবস্থায়ই।

দুবনা, ১১ আগস্ট ২০২১

Tuesday, August 10, 2021

শক্তি

অতিরিক্ত শক্তি ব্যবহার প্রয়োগকারীর সবলতা নয় বরং দুর্বলতার প্রকাশ। দু্র্বলকে ধ্বংস করে সবল আসলে সত্যকে গোপন করতে চায়। 

দুবনা, ১০ আগস্ট ২০২১ 

Monday, August 9, 2021

বর্ষা

বর্ষার উপর ভরসা করে আর কতকাল চলবে ভাই
বর্ষাই যার ভরসা কেবল তার যে কোনই ভরসা নাই

দুবনা, ০৯ আগস্ট ২০২১ 

Sunday, August 8, 2021

গন্তব্য

পরিমনিকে কেন্দ্র করে যা ঘটছে সেটা আমাকে পাস্তেরনাক, সলঝেনিৎসিনকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। না রুশ সাহিত্যের এই দুই দিকপালের সাথে পরিমনির কোন তুলনা চলেনা। তবে সরকার, বিভিন্ন স‌ংস্থা সে সময়ের সোভিয়েত সংস্থার মতই কাজ করে যাচ্ছে। আমরা কি সোভিয়েত বাংলাদেশ গড়তে যাচ্ছি?

দুবনা, ০৮ আগস্ট ২০২১

ধারা ও ধারাবাহিকতা

অদ্ভুত সময় বয়ে যায় মরা গাঙে। দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় এলে একসময় নিজেই দেশ হয়ে যায়। তার বিরোধিতা হয় দেশদ্রোহীতা। কোটি কোটি টাকা খরচ করে উপাসনালয় যারা তৈরি করে তারাই একদিন ধর্ম হয়ে যায়, ধর্মের মতই কোন রকম আলোচনা সমালোচনার ঊর্ধ্বে। এমতাবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মত মন্ত্রী, আমলা, শিল্পপতি, রাজনীতিবিদদের অনুভূতিতে আঘাত দেওয়ায় ব্যাপারেও আইন প্রনয়ন জরুরি। তাতে আর কিছু হোক না হোক বিচার পাবার দুরাশায় কাউকে হেনস্থা হতে হবে না। অবিচার কমলে আনুপাতিক হারে বিচার বাড়লে বাড়তেও পারে।

দুবনা, ০৮ আগস্ট ২০২১

Saturday, August 7, 2021

দেশ বিদ্বেষ

শাসনের মহিমায় দেশ ভরে গেছে দ্বেষে
বুক ভরা বিদ্বেষ নিয়ে আমলারা তাই দেশ গড়ে বিদেশে।

দুবনা, ০৭ আগস্ট ২০২১

Friday, August 6, 2021

রেস্ট বাট নট ইন পিস

 

অফিসে এসে এক লোককে ফোন করলাম। তার সাথে আগেই কথা ছিল আজ দেখা করার। বলল, গতকাল ভ্যাক্সিন নিয়েছে তাই আজও অফিসে আসবে না। মনিকা আর সেভাকেও দেখালাম, দুদিন ছুটি পেয়ে কাজে যায়নি। আমি যখন বললাম যে আমি গতকাল ভ্যক্সিন নিয়েই অফিসে এসেছিলাম, উনি বললেন
- তোমার মাথা খারাপ।
লোকজন বাড়িতে বসে কী করে ভেবে পাই না। গুলিয়া আমাকে অনেক দিন জিজ্ঞেস করছে কবে ছুটিতে যাব। ও জানে না যে আমি অলরেডি ছুটিতে। জানলেই অফিসে আসার নাম করলে হৈচৈ শুরু করবে। কিন্তু অফিসে না এলে পেটের ভাত হজম হয় না সেটা বোঝাই কীভাবে। আমাদের তত্ত্বীয় পদার্থবিদদের মধ্যে একটা কথা চালু আছে, আমরা বাসায় কাজ করি আর অফিসে আসি রেস্ট নিতে। লোকজন কবে যে কাজটাকে উপভোগ করতে শিখবে!

দুবনা, ০৬ আগস্ট ২০২১

Thursday, August 5, 2021

শ্রেণী

আগে আমরা বলতাম আছে শুধু শোষক আর শোষিতের দল। এখন এর সাথে আরও যোগ করতে হবে আছে শুধু শাসক আর শাসিতের দল।

দুবনা, ০৫ আগস্ট ২০২১ 

Wednesday, August 4, 2021

ভাগাভাগি

 

দেশ ভাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানবতা ও বাকস্বাধীনতা। সংখ্যালঘুরা সব দেশেই মুক্ত ভাবে ভাবার ও বলার অধিকার হারিয়েছে। এতে অবশ্য অবাক হবার কিছু নেই। ভাগ মানেই দর কষাকষি, লাভ লোকসান - কেউ জিতবে, কেউ ঠকবে। দুর্বলেরা না ঠকলে নিত্যতার সূত্র প্রমাণিত হবে কীভাবে?

দুবনা, ০৫ আগস্ট ২০২১

প্যারাডক্স

 

মানুষের সমস্যা হল তারা সব সময়ই শেষ কথা খোঁজে। যদিও প্রতিটি বর্তমান ভবিষ্যতের পথে একটা অস্থায়ী পদক্ষেপ মাত্র কিন্তু সে সেটাকেই চিরস্থায়ী করতে চায়। যদিও শুধুমাত্র মৃত্যুই এরকম এক অপরিবর্তনীয় অবস্থায় পৌঁছে দিতে পারে, সে মৃত্যু চায় না। প্যারাডক্স?

দুবনা, ০৪ আগস্ট ২০২১

Tuesday, August 3, 2021

৫৭ ধারার ধারাবাহিকতা


ঝুমন দাশের ব্যাপারে সরকারের ধারাবাহিকতা কল্পনাতীত। পঞ্চম বারের মত তার জামিনের আবেদন বাতিল হয়েছে। এটা সরকারের দৃঢ়তা না দুর্বলতা? দৃঢ়তা এ জন্যে যে সরকার সব সময় কঠিন হস্তে দুর্বলদের দমন করে। তা সে সংখ্যালঘু হোক, ব্লগার হোক বা যেই হোক। যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করার দায়িত্ব নেবার মত বোকামি সরকার করবে কোন মুখে? দুর্বলতা - কারণ ঝুমনকে জামিন দেবার সাথে সাথে মৌলবাদীদের হাত থেকে তাকে রক্ষার দায়িত্বও সরকারেরই। এক্ষেত্রে সরকার কত যে অসহায় তার প্রমাণ আমরা বার বার পেয়েছি। সরকার আর কতবার দুর্বলতার পরীক্ষায় বসবে? তবে সাধারণ মানুষের মনে রাখা দরকার যে দুর্বলদের বিরুদ্ধে মানুষ হাত পাকায় সময় মত যারা নিজেদের সবল মনে করে তাদের উপর এক হাত নেবে বলে। যারা আজ ঝুমন দাশের প্রতি রাষ্ট্রীয় অবিচার গায়ে মাখছেন না একদিন সেই অবিচারের চাকা যদি আপনাদের পিষ্ট করে তখন পাশে দাঁড়ানোর, সহানুভূতি জানানোর কেউ থাকবে না। শুভকামনা!

দুবনা, ০৩ আগস্ট ২০২১ 
 
 

 

ট্রেনের কান্না

 

গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি যখন রেললাইন ক্রস করে ভোলগার দিকে যাই বা ভোলগা থেকে ফিরি - তার পরপরই ট্রেন চলে যায়। সেটা হয় সকালে সাঁতার কাটতে যাবার বা সাঁতার কেটে ফেরার সময় অথবা বিকেলে ঘুরতে গেলে। কয়েকদিন আগে যখন ভিডিও করতে করতে সবে মাত্র রেললাইন ক্রস করেছি - সাই সাই করে ট্রেনটা বেরিয়ে গেল। গাছের ভিড়ে দেখতে পাইনি। আজ সকালে যখন সাঁতার কাটতে যাচ্ছি, মনে হল ট্রেনের শব্দ। লাইনে উঠে বাঁ দিকে তাকিয়ে দেখি মিটার পঁচিশ দূরে ধেয়ে আসছে। কি করা? ক্রস করে চলে গেলাম। ট্রেনটা নিশ্চয়ই ভয় পেয়ে গেছিল। তা না হলে এমন চিৎকার করবে কেন? পরে অবশ্য আমার মনে হল, ওকেই আগে যেতে দিতে হত। শত হলেও ওর পেট ভর্তি মানুষ, দুর্ঘটনা ঘটলে লোকগুলোর কষ্ট হত। গুলিয়া আমার সাথে রাস্তা পেরুতে চায় না। আমি নাকি কখনও কখনও এক কিলোমিটার দূরের গাড়িকে রাস্তা ছেঁড়ে দিই, আবার কখনও গাড়ির মুখের সামনে দিয়ে রাস্তা পেরিয়ে যাই। হয়তো বা। মাথায় কি যেন একটা গোলমাল হয়ে যায়।

দুবনা, ০৩ আগস্ট ২০২১ 
 
 

 

প্রতিনিধি

 

এক সময় বলা হত রাজা হচ্ছেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি। এখন জনগনের কাঁধে পা রেখে রাজার জায়গার এসেছেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ইত্যাদি গালভরা নাম। তবে প্রতিনিধিত্ব তারা মনে হয় ঠিকই বজায় রেখেছেন। কীভাবে? আচ্ছা, আপনারা কখনও কোথাও পড়েছেন সেই ঈশ্বরের কথা যিনি জবাবদিহিতায় বিশ্বাস করেন, নিজের ভুল স্বীকার করেন? তাই তাঁর প্রতিনিধিরা যে ভুল স্বীকার করবে না, জবাবদিহিতার ধার ধারবে না তাতে অবাক হবার কী আছে? প্রতিনিধি বলে কথা।
 
দুবনা, ০৩ আগস্ট ২০২১

Monday, August 2, 2021

অর্থ

জনগন আগে ছিল অর্থাভাবে অর্থহীন। ভোট, গণবিক্ষোভ এসবের গুরুত্ব লোপ পাওয়ায় জনগণ আজ সব অর্থেই অর্থহীন। 

দুবনা, ০২ আগস্ট ২০২১ 

লিংক

দেশে নাকি লিংক ছাড়া কিছুই হয় না। সেটাই কি ডিজিটাল বাংলাদেশের অন্যতম অর্জন?

দুবনা, ০২ আগস্ট ২০২১ 

Question

 

What is a better option - a soft copy of a hard book or a hard copy of a soft book.
 
Dubna, 02 August 2021

Sunday, August 1, 2021

বন্ধু

 

বন্ধুর খোঁজে বন্ধুর পথে
নেমেছি একা একা
শ্বাপদ সংকুল এ পৃথিবীতে
যদি পাই তার দেখা
জনমে মরণে শোকে সুখে দুঃখে
রাজপথে রাজসভায়
ছায়ার মত যে থাকে
তাকেই বন্ধু বলা যায়।

দুবনার পথে, ০১ আগস্ট ২০২১

বাস্তবতা

 

যতদূর জানি এই প্রথম বারের মত পূর্বসূরীরা নির্দ্বিধায় স্বীকার করছে যে উত্তরসূরীরা তাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রয়োগ বয়স্ক মানেই অভিজ্ঞ এই স্টেরিওটাইপ মুছে ফেলতে পেরেছে।
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

প্রশ্ন

 

বিভিন্ন দেশের সরকারের চরিত্র দেখে মনে হয় সরকারই দেশের সবচেয়ে বড় শত্রু। তাহলে এই সরকার গঠনের জন্য এত হৈচৈই বা কেন, এত আন্দোলন সংগ্রামই বা কেন? 
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

দাবি

 

দেশের উন্নয়ন যেমন কলের চাকা ঘোরার উপর নির্ভরশীল, মানুষের উন্নয়ন তেমনি নির্ভর করে চাকরি বা কাজের উপর। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া মানুষ তাই মৃত্যুকে তুচ্ছ করে চাকরির বা জীবনের পিছে ছোটে। এটাই ভোগবাদি সমাজের নতুন আদর্শ। ঢাকামুখী মানুষের ঢল এটা সর্বোপরি তাই যুগের হাওয়া। এটা ভালো বা মন্দ নয়, এটাই জীবন। সাধারণ মানুষ আজ কাজ চায়, কাজ করে অর্থ উপার্জন করে মাথা উঁচু করে বাঁচতে চায়। সরকার আর মালিকদের কর্তব্য কাজের পরিবেশ তৈরি করা যাতে এসব এলাকায় রোগ নিয়ন্ত্রণে থাকে। লক ডাউন আরোপ নয়, সেটা তুলে নিয়ে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্হা সহ কাজের জন্য সুস্থ পরিবেশ তৈরিই আমাদের দাবি হোক
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

সুখ দুঃখ

 

একটা ছবিতে দেখলাম মানুষজন ট্রাকের উপর গাদাগাদি করে ঢাকা যাচ্ছে। চাইলে সরকার ও মালিকরা গাড়ি করে এদের আনার ব্যবস্থা করতে পারত। এতে মানুষের ভোগান্তি কমতো, সমাজের এলিট বলে যারা পরিচিত তাদের মানবিক রূপ জনগন দেখতে পেত।এতে লাভবান হত সবাই। সেদিক থেকে ছবিটি কষ্টকর। আবার যখন দেখলাম এই সব নারী;ও শিশুরা পুরুষদের হাতে নিজেদের নিরাপত্তার ভার তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাবলাম আমাদের সমাজে এখনও সেই সব পুরুষ আছে যারা নারীদের সম্মান করতে জানে। এটা স্বস্তি জাগায়।
 
মস্কো, ৩১ জুলাই ২০২১

বিজ্ঞপ্তি

করোনা দেবীর অনুরোধে দেবরাজ ইন্দ্রের সভাপতিত্বে গতকাল স্বর্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় করোনা দেবী করোনা সম্প্রসারণে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও শিল্পপতিদের প্রতি এক ধন্যবাদ প্রস্তাব গ্রহণের আহ্বান জানান। মৃত্যুপূরীতে অবৈধ অনুপ্রবেশের কারণে জনসংখ্যার চাপ বেড়ে গেছে এই অজুহাতে যমরাজের মৃদু আপত্তি থাকার পরেও প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে করোনা দেবীর নেতৃত্বে একটি নারকীয় দল অল্প কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও শিল্পপতিদের সাথে সাক্ষাৎ করে

অভিনন্দন পত্রটি হস্তান্তর করবে।
 
মস্কো, ৩১ জুলাই ২০২১

দায়

 

বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়ই যে স্ট্যাটাস চোখে পড়ে সেটা হল মাস্ক পরুন, সামাজিক দৃরত্ব বজায় রাখুন। করোনা নিয়ন্ত্রণে এটা অন্যতম কার্যকরী পদক্ষেপ এতে কোন সন্দেহ নেই। তবে করোনার বিরুদ্ধে লড়াইটা শুধু জনগনের নয়, সরকারেরও। একাত্তরে আমাদের অস্থায়ী সরকার ছিল, জনগন তখন মূল লড়াইটা করলেও সেই সরকার সঠিকভাবে মানুষের নেতৃত্ব দিয়েছে। আজ সরকার আছে, প্রশাসন আছে। তাই শুধুমাত্র জনতাকে সচেতন হলেই হবে না, সরকারকে সচেতন হতে হবে। জনগন যাতে করোনাকালীন বিধিমালা মেনে অনাহারে, অর্ধাহারে বা অন্য কোন ব্যাধিতে মারা না যায় সেদিকে নজর রাখতে হবে। যারা সচেতনতার দায়িত্ব পুরোপুরি জনগনের কাঁধে চাপিয়ে দেন তারা যদি সরকার আর প্রশাসনের কাঁধে এ বিষয়ে একটু সুড়সুড়ি দিতেন লড়াইটা ভাল জমত।

মস্কো, ৩১ জুলাই ২০২১

আপ ডাউন

 

দেখে মনে হচ্ছে লক ডাউন সমাজের ডাউন মানে নীচের তলার মানুষের জন্য। ভারসাম্য বজায় রাখতে সরকার এখন সমাজের আপ মানে উপর তলার কিছু মানুষকে লক আপ করবে সে আশা দেশবাসী করতেই পারে।
 
মস্কো, ৩০ জুলাই ২০২১

জেল

 

আচ্ছা আজকাল নিরীহ লোকজনদের জেলে রাখা হয় কেন?
জেলে জায়গার অভাব বলে।
একটু বুঝিয়ে বলবেন?
আগে দুষ্ট লোক সংখ্যায় ছিল কম তাই ওদের জেলে ঢুকিয়ে নিরীহ মানুষদের ওদের হাত থেকে রক্ষা করা হত। এখন নষ্টদের সংখ্যা এত বেশি যে সারা দেশটাই জেলে পুরতে হয়। সহজ হল নিরীহদের জেলে পাঠিয়ে দু্ষ্টের খপ্পর থেকে বাঁচানো।

মস্কো, ৩০ জুলাই ২০২১