এক সময় বই পড়তাম, এখন বই লিখি। এটা অনেক সহজ। বইয়ের লেখক এতো বেশি আর সবাই এতো বেশি বেশি লেখে যে পড়তে গেলে আর কোনো কাজের সময় থাকে না। লিখি আমি ধীরে সুস্থে, কালে ভদ্রে - বলতে পারেন আমার লেখা মানে অবসর যাপন করা। বলতে পারেন আমি লিখিও না , আমি বসে বসে আকাশে অক্ষর আঁকি।
মস্কো, ০৮ সেপ্টেম্বর ২০১৯
No comments:
Post a Comment