আসলে ঝালেমা বাড়ল। গতকাল ছবি তুলে কিছুতেই লেন্সের ক্যাপ খুঁজে পাইনা। এমন কি ক্লাবের বন্ধুরা ওদের ব্যাগ খুলে দেখল ভুলে নিয়েছে কিনা। হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছি, দেখি একটা পকেটে ঘাপটি মেরে বসে আছে, যদিও তন্ন তন্ন করে সবগুলো পকেট খুঁজলাম। বকা একটাও মাটিতে পড়েনি। ঠিক বকা নয় "এরপরে বল তুই কে?" - এ প্রশ্নের ভাল উত্তর পাওয়া কঠিন। এখন প্যান্টের পকেটে হাত ঢুকাতে গিয়ে দরজা ভুল করে হাতদুটো কোথায় যেন ঢুকে পড়ল। আবিষ্কার হল নতুন একজোড়া পকেট। অথচ আমি এ ধরণের কোট গত পনের বছর প্রতিদিন পরি। সবচেয়ে ঝামেলার হল গত দু মাসে আমি ভুল করে অন্য বিল্ডিঙে ঢুকে পড়েছি, মানে চাবি দিয়ে যখন দরজা খুলতে পারছিলাম না, গেট কিপার মহিলা দরজা খুলে দিয়ে বলল, তুমি পাশের বিল্ডিঙে থাক। ঝালেমা বাড়ছে! - এ জানে, এটা আবিষ্কার না মস্তিস্ক বিভ্রাট?
আসলে ঝালেমা বাড়ল। গতকাল ছবি তুলে কিছুতেই লেন্সের ক্যাপ খুঁজে পাইনা। এমন কি ক্লাবের বন্ধুরা ওদের ব্যাগ খুলে দেখল ভুলে নিয়েছে কিনা। হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছি, দেখি একটা পকেটে ঘাপটি মেরে বসে আছে, যদিও তন্ন তন্ন করে সবগুলো পকেট খুঁজলাম। বকা একটাও মাটিতে পড়েনি। ঠিক বকা নয় "এরপরে বল তুই কে?" - এ প্রশ্নের ভাল উত্তর পাওয়া কঠিন। এখন প্যান্টের পকেটে হাত ঢুকাতে গিয়ে দরজা ভুল করে হাতদুটো কোথায় যেন ঢুকে পড়ল। আবিষ্কার হল নতুন একজোড়া পকেট। অথচ আমি এ ধরণের কোট গত পনের বছর প্রতিদিন পরি। সবচেয়ে ঝামেলার হল গত দু মাসে আমি ভুল করে অন্য বিল্ডিঙে ঢুকে পড়েছি, মানে চাবি দিয়ে যখন দরজা খুলতে পারছিলাম না, গেট কিপার মহিলা দরজা খুলে দিয়ে বলল, তুমি পাশের বিল্ডিঙে থাক। ঝালেমা বাড়ছে! - এ জানে, এটা আবিষ্কার না মস্তিস্ক বিভ্রাট?
ReplyDelete