Sunday, September 29, 2019

সমস্যা


অনেক সময় সমস্যার চেয়েও বড় সমস্যা সমস্যা সমাধানের পথ নিয়ে যে মতবিরোধ তৈরি হয় সেটা। এটা মনে হয় গণতন্ত্রের একটা প্রধান সমস্যা। আর কারণেই অনেক ক্ষেত্রেই স্বৈরাচারী শাসকেরা সমাজ পরিবর্তনে বেশ সফল হয়। বিশেষ করে সমাজে কোন বড় ধরণের পরিবর্তন, যেখানে দরকার সাহসী সিদ্ধান্ত, স্বৈরাচার যত সহজে করতে পারে গণতন্ত্র তত সহজে পারে না। আর একারণেই যুদ্ধ, সামাজিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির সময় গণতন্ত্র খর্ব করা হয়, জারি করা হয় জরুরী অবস্থা। তবে স্বাভাবিক অবস্থায় স্বৈরাচার বেশি দিন চললে সেটা জনগণের দুর্দশার কারণ হয়। কথায় বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না।
দুবনা, ২৯ সেপ্টেম্বর ২০১৯   


No comments:

Post a Comment