আজ এক বন্ধু ইনবক্সে প্রশ্ন করল
- বিজন দা, চুল কালো রাখার বা আজীবন ইয়ং থাকার উপায় কি?
আমার মনে পড়ল রাশিয়ায় প্রথম বছরের কথা। এখানে এসে সবাই আবিষ্কার করল তাদের চুল মাথায় আর শান্তি পাচ্ছে না, সবাই বালিশে গড়াগড়ি দিচ্ছে। এ নিয়ে সব চেয়ে চিন্তিত ছিল শুভ। আমাকে এ নিয়ে একদিন জিজ্ঞেস করায় বলেছিলাম
- চুল নিয়ে ভেবেই যদি চুল ফেলিস, তাহলে সেটা নিয়ে না ভাবাই ভাল।
সেটা ভাল না মন্দ বলতে পারব না, তবে এটা ঠিক ওদের সবার কপাল এখন খুব বড়, আমার কপালের কোনই উন্নতি বা অবনতি হয়নি।
চুল কালো কেমনে রাখতে হয় সেটা জানিনা, হবে মনে হয় মন সাদা রাখলে নিত্যতার সুত্র মেনে চুল কালো থেকে যায়। আমার মন আলোছায়ার ঘেরা, তাই নতুন দার মত আমিও সাদাকালো চুল ফেরি করে বেড়াই।
ইয়ং কেমনে থাকা যায়?
আমাকে বন্ধুরা প্রায়ই বলত আমি নাকি বাচ্চাদের মত ছোটই রয়ে গেছি। হ্যাঁ, শিশুদের মত সরল আর কৌতূহলী হতে শিখুন, যতদূর সম্ভব কম দুশ্চিন্তা করতে শিখুন দেখবেন যৌবন আপনার আগে আগে হাঁটছে। সব চেয়ে বড় কথা নিজের কাজকে ভালবাসুন, যেটা করছেন সেটা উপভোগ করুন - যৌবন তাহলে কখনই আপনাকে ছেড়ে পালাবে না। যৌবন তো বয়স নয় - এটা নিজেকে ভালবাসা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের প্রতি অগাধ আস্থা।
No comments:
Post a Comment