এই যে আপনারা এত রাজনীতির মাঠ রাজনীতির মাঠ বলে গলা ফাটান, তা রাজনীতির মাঠ দেখেন কোথায়? চারিদিকে তো শুধু রাজনীতির শেয়ার বাজার। বেচা আর কেনা, কেনা আর বেচা। দল, দেশ, আদর্শ, বিবেক, ইতিহাস, ভূগোল, অতীত, ভবিষ্যৎ - কী বিক্রি হয় না এই বাজারে? তবে সব চেয়ে চালু মাল এখানে টাকা।
দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০১৯
No comments:
Post a Comment