Wednesday, September 18, 2019

নরক যাত্রা

এইমাত্র দেশ থেকে ফোন এলো, এক আত্মীয় কাম বন্ধুর। এটাই প্রথম।

কি খবর বিজন? কেমন আছ?
আমি তো ভালই থাকি। খারাপ থাকার সময় নেই এক্কেবারে।
সেটাও একটা কথা। আমাকে চিনতে পারছ?
বা রে! চিনতে পারব না কেন?
মানে বয়েস তো হয়েছে।
আমার বয়সও কিন্তু থেমে নেই।
হুম। কেমন আছে তোমাদের ওখানকার লোকজন?
সোভিয়েত আমলে মত সমতা নেই, ধনী গরীব সবই আছে। তবে যারা সব কিছুর মধ্যেও ভালো থাকতে জানে তারা ভালই আছে।
ছেলেমেয়েরা?
খারাপ থাকলে ফোন করত, সেটা যখন করেনি ধরে নিতে হবে ভালই আছে।
তাহলে কি ওখানেই সেটেল হয়ে গেলে?
আমাদের যে কাজ, তাতে তার বয়স সীমা নেই। আশা করছি চাকরি করতে করতে একদিন নরক যাত্রা করব।
নরক কেন?
স্বর্গে যেতে হলে ভগবানকে ঘুস দিতে হয়। আমি ঘুষাঘুষির মধ্যে নেই। তাই।
ঠিক আছে, পড়ে আবার কথা হবে। ভালো থেকো।
শিওর। তুমিও ভালো থেকো।

দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০১৯

No comments:

Post a Comment