ভার্সিটি যাচ্ছিলাম। মেট্রো থেকে বেরুতেই দেখি আম্বুলেন্স দাঁড়িয়ে আছে। শীত পড়তে দেরী নেই। ইনফ্লুয়েঞ্জার টিকা দিচ্ছে বিনে পয়সায়। ইনস্টিটিউটে ব্যবস্থা আছে, তবে যেহেতু পথেই সুযোগ এলো, ভাবলাম এই সুযোগে হাতটাকে একটু শায়েস্তা করা যাক। কাগজ পত্র লিখে আমাকে পাঠালো টিকা নিতে।
- এলার্জি আছে?
- হ্যাঁ, কোনো কোনো মানুষের প্রতি আমার ভীষণ এলার্জি।
- ওটা ধর্তব্যের মধ্যে না।
একটু খানি মশার কামড়, তারপরেই ছুটি এক বছরের মত।
মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৯
No comments:
Post a Comment