Saturday, September 14, 2019

একের ভেতরে চার

দাদা, ঘুস দেওয়া নেওয়া সমস্যার কোন সমাধান নেই?
থাকবে না কেন? সব সমস্যার সমাধান আছে। এ সমস্যারও আছে।
কি সেই সমাধান?
সরকারের উচিত একে দান-খয়রাত বলে ঘোষণা দেওয়া। এতে এক ঢিলে অনেক পাখি মারা যাবে। প্রথমতঃ দান-খয়রাত অপরাধ নয়। অনেক লোক হয়রানি থেকে বাঁচবে। দ্বিতীয়ত সাধারণ মানুষ যারা ঘুস দিতে বাধ্য হয় আর নিজেদের বন্চিত মনে করে তারা নিজেদের দাতার আসনে দেখবে। এতে তাদের আত্মসন্মানবোধ বাড়বে। তৃতীয়ত আমাদের দেশে মূলত ঘুস খায় আমলারা। মানুষ তাদের ঘৃণা করে। কলমের এক খোঁচায় তারা সবাই ভিক্ষুক হয়ে যাবে। জনতার রোষ করুনায় পরিনত হবে। আমলাদেরও দম্ভ ভাংবে। আরও আছে। ঘুস দেওয়া নেওয়া যেখানে পাপ বা গুনাহ, দান-খয়রাত সেখানে পূণ্য বা ছোয়াব। শেষ বিচারের দিন এতে কত বাংগালী স্বর্গে যাবে কল্পনা করতে পার? বাংলাদেশে আমরা বেহেশত বানাতে পারিনি কিন্তু বেহেশতকে বাংলাদেশ বানানোর এই সুযোগ হাত ছাড়া করা কি সরকারের ঠিক হবে?

মস্কো, ১৪ সেপ্টেম্বর ২০১৯

No comments:

Post a Comment