Friday, September 13, 2019

লেখা

- কি সব ছাইপাঁশ যে লেখ, একটুও কী লজ্জাশরম নেই তোমার?
- লজ্জার কি আছে? আমরা ঘর থেকে নোংরা ফেলে কি লজ্জা পাই? আমার লেখাও মনের ভেতরে জমে থাকা সব আবর্জনা দূর করে ফেলা, মন পরিষ্কার রাখা। নামটা শুধু ডাস্টবিন না হয়ে সামাজিক মধ্যম রাখা হয়েছে, সে তো আমার দোষ নয়!

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৯

No comments:

Post a Comment