Wednesday, September 11, 2019

শুরু ও শেষের লুকোচুরি

সব শুরুরই শেষ আছে সব শেষেরই শুরু
শুরুই যদি শেষ বনে যায় ভালো কি সেটা গুরু? 
শেষের শুরু শুরু হলে বুঝতে হবে ভাই
নতুন দিনের ডাক এসেছে পুরনোর স্থান নাই।
শেষের থেকে শুরু করে শুরুটা কর শেষ
কালের খাতায় তবেই থাকবে শুরু ও শেষের রেশ।

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৯

No comments:

Post a Comment