Sunday, September 8, 2019

সহনশীলতা

আমাদের ছাত্র জীবনে এক বাংলাদেশী ছাত্রকে পাংকরা ধরে পিটিয়েছিল, সেটাও সেই লোক লন্ডন থেকে ফিরে অদ্ভুত স্টাইলে চুল কাটার পরে। উনি খুব দুঃখ পেয়েছিলেন, যতটা না মার্ খেয়ে তার চেয়ে বেশি পাংকরা এটা করলো বলে। অসাম্প্রদায়িক বাংলাদেশে (মনে পড়ে ট্রাম্পের প্রিয়া দর্শনের পর সবাই কেমন অসাম্প্রদায়িকতার সবুজ ঝাণ্ডা তুলে ধরেছিল) মূর্তির গলা কেটে যেভাবে অসাম্প্রদায়িকতার বিজয় মিছিল চলছে তাতে কিন্তু কারো অনুভূতিতে বিন্দুমাত্র সুড়সুড়ি লাগছে না। একেই বলে সহনশীলতা!

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

No comments:

Post a Comment