এবার গ্রীষ্মটা কেমন যেন গ্রীষ্ম বলেই মনে হচ্ছে না। বৃষ্টি, ঠাণ্ডা বাতাস –
মনে হয় যেন শরত। দুবনার বার্ষিক গড় তাপমাত্রা ৬ ডিগ্রী সেন্টিগ্রেড। এবার মনে
হচ্ছে আরও নীচের দিকে চলে যাবে। অন্যান্যবার সবাই না হলেও পরিবারের কয়েকজন মিলে
একসাথে ঘুরতে যাওয়া হয় সাগরে বা পাহাড়ে। এবার শেষ পর্যন্ত কী হয় কে জানে।
ক্রিস্টিনা গেল কৃষ্ণ সাগরে একা। এই প্রথম একা গেল। আমার থেকে মায়ের টেনশন বেশি।
সকাল সন্ধ্যায় খবর জানিয়ে লেখে। গতপরশু ডাইভিং এর ছবি পাঠাল আর গতকাল জিপিং-এর।
দূরে বলে কিছু মনে হয়নি, ওখানে থাকলে নিশ্চয়ই আমার হাঁটু কাঁপত ওকে ডাইভিং করতে
দেখে। মনিকা গেছে তিউনিসিয়া। এই প্রথম দেশের বাইরে। গেছে বান্ধবীর সাথে। গতকাল
সকালে জানাল দেড় দিনের জন্য সাহারা যাচ্ছে উটের পিঠে চড়ে ঘুরতে আর জিপিং করতে। মনিকা
একা না গিয়ে আমাদের কারো সাথে গেলে লেখা যেত সাহারা সাহারায় ঘুরে বেড়ায়। বললাম
পোকামাকড় যেন না ধরে আর সিংহের সাথে যেন হ্যান্ডশেক না করে। সেভা মস্কোয়। এখন একা।
কুকুর বিড়াল আর কম্পিউটার গেম নিয়ে। বললাম দুবনা বেড়াতে আসতে। তেমন কোন আগ্রহ
দেখাল না। আন্তন ওর কুকুর নিয়ে নিজের ওখানে। নিজের সাঙ্গোপাঙ্গ নিয়ে গুলিয়া ব্যস্ত
তার বাসায়। বাড়িতে অনেক কুকুর বিড়ালের এই এক ঝামেলা। সবাই মিলে কোথাও যাওয়া
একেবারেই হয়না। আমি ফর্মালি ছুটিতে, তবে ছুটি কাটে অফিসে। সবচেয়ে প্রিয় জায়গায়।
অন্য সময় দুপুরে কাজে আসতে একটু সঙ্কোচ লাগে, ছুটিতে তা হয়না। আবহাওয়া ভাল থাকলে
ভল্গায় যাই সাঁতার কাটতে, নইলে ঘরে বসে বই পড়ি, মিউজিক শুনি বা ছবি তুলি। রাতের রান্না
গুলিয়ার ওখানে। সকালে নিজের বাসায় কিছু একটা করে অফিসের দিকে হাঁটা।
দুবনা, ২৪ জুলাই ২০১৯