Sunday, November 25, 2018

মনোনয়ন

মনোনয়ন  আক্ষরিক অর্থে হওয়া উচিত মন ও নয়নের সমন্বয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন মন আর কেমন নয়ন, কার মন আর কার নয়ন। প্রার্থী যদি ভালো মনের মানুষ  হন আর জনতাকে ভালো নয়নে মানে ভালো  চোখে দেখেন সে এক কথা, আর প্রার্থী যদি মনোনয়ন দানকারীদের মন রাখতে ব্যস্ত হন  আর নয়ন মুদে মানে অন্ধভাবে নেতাদের অনুসরণ করেন - সেটা একেবারেই ভিন্ন ইতিহাস। 

মস্কো, ২৬ নভেম্বর ২০১৮


আয়না

মস্কো। সেন্টার। মেট্রোতে লাইন চেঞ্জ করছি। লোকের ভীড়। হঠাৎ দেখি ওদিক থেকে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। কী ভেবে একটু দাঁড়াতেই সেও দাঁড়িয়ে পড়লো। একটু হাসার চেষ্টা করলাম, সেও হাসলো ওদিক থেকে আমার দিকে তাকিয়ে। ইচ্ছে করেই মাথা চুলকাতে শুরু করলাম। সে কী? সেও আমাকেই নকল করছে। এতক্ষনে ব্যাপারটা পরিষ্কার হলো। এতো  আয়নায় নিজের প্রতিবিম্ব। সেটা দেখেই  আমি এতো সব ভাবছিলাম। আসলে আমরা আজকাল অন্যের দোষ গুন, চেহারা চরিত্র, টাকা পয়সা এসবের আলোচনায় এত বেশি ব্যস্ত থাকি যে নিজের দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত পাই না। নিজেকে জানা - সে তো চাট্টিখানি কথা নয়!

মস্কো, ২৫ নভেম্বর ২০১৮ 


আহা কি আনন্দ আকাশে বাতাসে


নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো একে অন্যের দুর্নীতির হিসাবের খাতা নিয়ে আসে জনতার দরবারে, প্রতিকার চায়। কিন্তু নির্বাচিত হলে নিজেরাই সেসব কাজে লিপ্ত হয়। ভাবখানা এমন যে নির্বাচনের আগে বলা দুর্নীতির উচ্ছেদ নয়, আরও প্রবল বেগে সেটা চালিয়ে পূর্ববর্তী দুর্নীতিবাজকে টেক্কা দেওয়াই ছিল নির্বাচনী দৌড়ের একমাত্র উদ্দেশ্য।
দুবনা, ২৫ নভেম্বর ২০১৮


Saturday, November 24, 2018

গুজব


নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার লড়াই ততই জোরদার হচ্ছে। অনেক পোস্ট দেখে মনে হয় সম্ভাব্য প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে দলীয় নেতাদের কান ভারী করতে পিছপা হচ্ছে না। আমার তখন মনে পড়ে সেই সব মানুষের কথা যারা সন্দেহ আর গুজবের শিকার হয়ে ৫৭ ধারায় জেলে গেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মিথ্যে অভিযোগে। আচ্ছা, আজকে যারা গুজবের শিকার হয়ে মনোনয়ন পাবে কি না সেই দুশ্চিন্তায় আছে, নির্বাচিত হলে তারা কি মিথ্যে সন্দেহের কারণে যারা জেলে আছে তাদের পাশে দাঁড়াবে, ৫৭ ধারা নিয়ে সংসদে প্রশ্ন তুলবে?
দুবনা, ২৫ নভেম্বর ২০১৮


নিলাম


বিভিন্ন দেশে ফুটবল বা ক্রিকেট লীগ শুরু হওয়ার আগে খেলোয়াড় নিলামের ব্যবস্থা আছে। নির্বাচনের আগে দল বদলের হিড়িক দেখে মনে হয় বাংলাদেশে রাজনীতিবিদ নিলামের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সেটা রাজনীতিকে একটু হলেও আইনের আওতায় আনবে।

দুবনা, ২৪ নভেম্বর ২০১৮

জাল

জাল ফেলেছি বড় করে
তুলব এবার ভোট
জাল ভোট জালে চাইনা আমি
চাই না কো জাল নোট
সব কিছুতে ভেজাল জানি
ভোট তবু চাই খাঁটি
দেশ ও মাটির সেবা যেন
না হয়ে যায় মাটি

দুবনা, ২৪ নভেম্বর ২০১৮ 
 
 

Friday, November 23, 2018

অক্ষপথ


চাঁদ সূর্যের যেমন নিজস্ব অক্ষপথ আছে প্রতিটি মানুষেরও ঠিক তেমনি আছে নিজস্ব চলার পথ বা বলয়। এই অভ্যেসগুলো তার সহজাত, যা নিজের অজান্তেই গড়ে ওঠে। আর এটা অবচেতন মনে ঘটে বলেই ভালো হোক আর মন্দ হোক, এগুলো সে খেয়াল করে না। ঝড় এলে বা শ্বাসকষ্ট হলে আমরা যেমন বাতাসের অস্তিত্ব বুঝতে পারি, এসব অভ্যেসের কথাও আমরা টের পাই যদি কখনো স্বেচ্ছায় বা অনিচ্ছায় সেই অতি অভ্যস্ত চলার পথে বাধা আসে। তাই অন্যের ভুল বা অসংযত আচরণ আমরা সহজে ধরতে পারলেও  নিজেরটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়।
 
দুবনা, ২৩ নভেম্বর ২০১৮  


Thursday, November 22, 2018

সরল অংক


বাংলাদেশের অস্তিত্বের জন্য প্রয়োজন রক্ত দিয়ে পাওয়া তার চার স্তম্ভ - বাহাত্তরের সংবিধান। এই সত্যটা না বুঝলে জোট, দল, ব্যক্তি এসবই সাময়িক - অবশ্যম্ভাবী পতনটাকে একটু পিছিয়ে দেওয়া। এর বেশি কিছু নয়।

দুবনা, ২২ নভেম্বর ২০১৮

Wednesday, November 21, 2018

ভোট

ভোটের সবচেয়ে পজিটিভ দিক হল আমার, আপনার সবার মাত্র একটা করে ভোট। চাইলেই কেউ জনপ্রতি একটার বেশি ভোট ছিনতাই করতে পারবে না। 

দুবনা, ২১ নভেম্বর ২০১৮  

নাম নিয়ে কথা

ফেসবুকের বাংলা অনুবাদ কে কী করেছে জানি না, তবে মাঝেমধ্যে মনে হয় এর বাংলা পরনিন্দা পরচর্চা কেন্দ্র হলে মন্দ হত না। 

দুবনা, ২১ নভেম্বর ২০১৮ 



Monday, November 19, 2018

Fake

Fake news create new fakes!

Moscow, 19 November 2018


ভুল

জননেতারা ভোটের পর আপনাদের দুঃখ কষ্টের কথা ভুলে যান। আজ আপনারা তাদের ভুল ভ্রান্তি ভুলে ভোট দিন। কাঁটা দিয়ে কাঁটা তোলা আর কি।

মস্কো, ১৯ নভেম্বর ২০১৮


কাদা

ভাই একটু কাদা দেবেন?
কাদা দিয়ে কি করবেন?
ইলেকশন ইলেকশন খেলব।
মানে?
ইলেকশন তো ভাই কাদা ছুড়াছুড়ি।

মস্কো, ১৯ নভেম্বর ২০১৮


ফাঁস

ভাগ্যিস আমরা রেজাল্ট নয় শুধু প্রশ্নপত্র ফাঁস করতে পারি। নইলে নির্বাচনের ফল আগেই জানাজানি হয়ে যেত।

মস্কো, ১৯ নভেম্বর ২০১৮


Sunday, November 18, 2018

সমস্যা

সমস্যা যতটা না সমস্যায় তার চেয়ে বেশি তা সমাধানের পথ নিয়ে

মস্কো, ১৮ নভেম্বর ২০১৮



আসা যাওয়া

সমস্যা হল দলত্যাগীরা বেঈমান জেনেও আমরা তাদের গ্রহন করি। যারা আসে আর যারা যায় অন্য কুলে তারা উল্টো নাম পায়।

মস্কো, ১৮ নভেম্বর ২০১৮


দূষণ

চারিদিকে শুধু অবিশ্বাস
অবিশ্বাসে দূষিত বাতাস
সে বাতাসে দূষিত আজ মন
দুর্বিষহ সমাজ জীবন 
 
দুবনা, ১৮ নভেম্বর ২০১৮ 
 
 

Saturday, November 17, 2018

নীতি

নীতিহীনতার যুগ শেষ। এখন হীন নীতির জয়জয়কার দিকে দিকে

দুবনা, ১৭ নভেম্বর ২০১৮


Friday, November 16, 2018

ওজন


কী ফ্যাশন রে বাবা, লোকজন যত ওজন কমায় সমাজে তাদের ওয়েট তত বেশি বাড়ে!
দুবনা, ১৬ নভেম্বর ২০১৮

সীমাবদ্ধতা


গায়ে গতরে ছোট হওয়ার একটাই ঝামেলা, সীমাবদ্ধতা খুব বেশি রকম।
দুবনা, ১৬ নভেম্বর ২০১৮