Thursday, December 4, 2025

বাস্তবতা

 কয়েকটি ইউরোপীয় দেশ তাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে পুতিনের ভারত সফর নিয়ে উষ্মা প্রকাশ করেছে। শক্ত মেরুদণ্ডের অধিকারী কোন দেশ এখন আর পুরানো জমিদারদের কথা কানে তোলে না, শুধু ভদ্রতার খাতিরে এড়িয়ে যায়। আর যারা মেরুদণ্ডহীন তারা এ নিয়ে দুকথা বলে পুরানো মনিবদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আর এই সুযোগে উঠতি মেরুদের বিরুদ্ধে দুকথা বলে নিজেদের নপুংশতা ঢাকার চেষ্টা করে।‌

দুবনা, ০৪ ডিসেম্বর ২০২৫

Wednesday, December 3, 2025

সমস্যা

এক প্রশ্নের উত্তরে ভ্লাদিমির পুতিন বলেছেন "আমাদের ইউরোপের সাথে যুদ্ধ করার কোন পরিকল্পনা নেই। তবে ইউরোপ যদি শুরু করে আমরা যুদ্ধ করতে প্রস্তুত।" ইউরোপের পত্র পত্রিকা এই খবর পরিবেশন করছে এভাবে - "পুতিন ইউরোপের সাথে যুদ্ধ করতে প্রস্তুত।" ভাবার কোন কারণ নেই যে ইউরোপের নেতারা বা সাংবাদিকরা পুতিনের পুরো প্রেস কনফারেন্স দেখেনি তবে ইচ্ছে করে সেটাই প্রকাশ করছে যা তাদের স্বার্থ উদ্ধারে সহায়ক। আসলে সবক্ষেত্রেই এরকম। ঠিক যেটুকু দরকার সেটা শোনা, সেভাবে ব্যাখ্যা করা। মানুষ, বিশেষ করে যাদের উপর দেশের ও দশের ভালোমন্দ নির্ভর করে, যদি সঠিক ভাবে সব কথা শোনার, বোঝার ও প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করত সমাজে অনেক সমস্যা সমাধান এমনিতেই হয়ে যেত, এমনকি অনেক সমস্যার উদ্ভবই হত না।

দুবনা, ০৩ ডিসেম্বর ২০২৫