Sunday, December 28, 2025

শুভ বুদ্ধি

অনেক পুরুষ দেখেছি যারা সুযোগ পেলেই স্ত্রীর নিন্দা করে। আবার অনেক মহিলা দেখেছি যারা স্বামীর নিন্দায় পঞ্চমুখ। এটা মনে হয় তাদের জন্য এক ধরণের বিনোদন। কারন এরপরও তারা পাশাপাশি থাকে, বিবাহ বিচ্ছেদ করে অন্যত্র চলে যায় না। বাংলাদেশের রাজনীতিও ঠিক তেমন। এখানে ভারত বিরোধিতা এক ধরণের বিনোদন, এমনকি অস্তিত্ব রক্ষার কবচ। অথচ এরা চাইলেও একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে পারবে তো নাই, এমনকি অস্তিত্ব রক্ষার জন্যই একে অপরের উপর বিভিন্ন ভাবে নির্ভরশীল। একে অন্যকে ছাড়া থাকাটা যদি এতই বিপদসংকুল হয় তাহলে বন্ধুত্ব না করলেও শত্রুতা পরিহার করাই কি বুদ্ধিমানের কাজ নয়? পাশাপাশি অবস্থান যদি অনিবার্য হয় তবে সেটাকে যতদূর সম্ভব মধুর ও পরস্পরের জন্য আনন্দময় করাই তো প্র্যাগমাটিক। অন্যায় ঢিলটি দিলে পাটকেলটি খাওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া মুস্কিল। শুভ বুদ্ধির উদয় হোক!

মস্কো, ২৯ ডিসেম্বর ২০২৫

Thursday, December 25, 2025

সব না শব

মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। বুদ্ধিমানেরা শিক্ষা নেয় অন্যের অভিজ্ঞতা থেকে, বোকারা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়।‌ অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া সময় সাপেক্ষ, অনেক সময় ব্যয়বহুল।‌ নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া তাৎক্ষণিক ও ঝুঁকিপূর্ণ। মতিউর রহমান, মাহফুজ আনামরা অন্যদের বিশ্বাস করেন না, তাই নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার চেষ্টা করছেন। আশা করি উচিৎ শিক্ষা জুটবে তাদের কপালে। শিক্ষাই সব। আজকাল দেশে শিক্ষা মানে শব।

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৫

Monday, December 22, 2025

দুঃশাসন

কয়েক জন বিচারপতি ব্যতীত বাংলাদেশের সরকার প্রধানদের কেউই আহামরি উচ্চ শিক্ষিত ছিলেন না। তাদের সময় সুশাসন না থাকলেও আজকের মত লাগামহীন দুঃশাসন ছিল না। ডঃ ইউনুস এসে প্রমাণ করলেন যে শিক্ষা সুশাসনের গ্যারান্টি নয়। দুঃশাসন আমাদের জাতীয় বৈশিষ্ট্য। হয়তো এর সাংবিধানিক রূপ দেবার সময় এসেছে।

দুবনার পথে, ২২ ডিসেম্বর ২০২৫

Sunday, December 21, 2025

টেক্কা

অনেক সময় অন্যের গুয়ের দুর্গন্ধের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ নিজে হাগে। শুঁকতে যদি হয় তাহলে নিজের গু শুঁকে। শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী গন্ধ থেকে মুক্তি পাবার জন্য বর্তমান সরকার ও কিছু কিছু দল যা করছে তা হাসিনার স্বৈরাচারী ব্যবস্থাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। আগের সবকিছু ছাড়িয়ে যাওয়া - এটাই নতুন বন্দোবস্ত। গুন নয় সংখ্যা - এটাই পরবর্তী ধাপে ওঠার একমাত্র উপায়। মহত্ত্বে নয়, হিংস্রতায় টেক্কা দেয়া - এটাই মূল মন্ত্র।

মস্কো, ২১ ডিসেম্বর ২০২৫

Saturday, December 20, 2025

প্রশ্ন

মানুষের পরাজয় শুরু হয় নিজের লোভ আর ঈর্ষার কাছে পরাজয় দিয়ে। ক্ষমতার লোভে, অর্থের লোভে কত মানুষ যে নিজের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে পরিণামে নিজের, সমাজের, দেশের অপূরণীয় ক্ষতি করে তার ইয়ত্তা নেই। আচ্ছা যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করে, নিজেদের ২৪ এর অভ্যুত্থানের পরিকল্পক বলে দাবি করে তারা সবাই কি এই বাংলাদেশ চেয়েছিল যেখানে চাইলেই কাউকে পুড়িয়ে হত্যা করলে বা হত্যা করে পুড়ালেও বিচার এড়ানো যায়, চাইলেই পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠনের বা রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেয়া যায়? এই যে আপনাদের নীরব সমর্থনে অন্যের অফিস পুড়ছে, অন্যের সন্তান মরছে, সেখানে আপনার অফিস, আপনার সন্তান নিরাপদ তো?

মস্কোর পথে, ২০ ডিসেম্বর ২০২৫

Wednesday, December 17, 2025

ঐক্যের রকমফের

একসময় ধারণা ছিল বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোন বিষয় নেই যখন সবাই একমত হতে পারে। কিন্তু সময়ের সাথে দেখলাম পুরোপুরি না হলেও বিভিন্ন প্রশ্নে আমাদের বৃহত্তর ঐক্য গড়ে ওঠে। যেমন

সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সম্পত্তি দখলের প্রশ্নে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই ঐক্যবদ্ধ;

আওয়ামী বিরোধিতায় বিএনপি, জামায়াত, কমিউনিস্ট, বাম সবাই ঐক্যবদ্ধ;

২০২৬ এ ঘোষিত নির্বাচন ভণ্ডুল করতে আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি সবাই এক কাতারে।

আসলে কথা ঐক্য নয় বৈরিতা। বন্ধু নয়, শত্রু বা প্রতিপক্ষ। সঠিক প্রতিপক্ষ বের করতে পারলে ঐক্য এমনি এমনি হয়ে যায়।

দুবনা, ১৭ ডিসেম্বর ২০২৫

Sunday, December 14, 2025

গ্রামীণ

সাংবাদিক আনিস আলমগীরকে নাকি ডিবি গ্রেফতার করেছে। একজনের প্রশ্ন উনি আবার কি করলেন? যতদূর জানি উনি বিরিয়ানি পছন্দ করেন। অনেক দিন ভাত খাননি। আমাদের ডিবিরা তো সাধারণত ভাত খাওয়ানোর জন্য মানুষ গ্রেফতার করে। রুশরা বলে
- এসবই হত হাসির বিষয় যদি না হত এত কষ্টের! 
এটাই গ্রামীণ শাসন! মোড়ল যা বলে সেটাই আইন।‌

কে যেন লিখেছে তাকে বিনা মামলায় গ্রেফতার করা হয়েছে। এটা তো পাগলকে গাছ নাড়াতে না বলা। ভয়ে আছি তার বিরুদ্ধে শ' খানেক খুনের মামলা দায়ের করা না হয়!

মস্কো, ১৪ ডিসেম্বর ২০২৫

Saturday, December 13, 2025

জীবন

খুব সম্ভবত প্রমথ চৌধুরী লিখেছেন যে যৌবনে কমিউনিস্ট আর বার্ধক্যে সন্ন্যাসী না হলে জীবন অপূর্ণ থেকে যায়। (সঠিক বাক্যটি মনে করতে পারছি না)। এখন বিভিন্ন কর্মকাণ্ড দেখে মনে হয় যৌবনে বামপন্থী, মাঝ বয়সে আওয়ামী লীগ - বিএনপি আর শেষ জীবনে জামায়াতে যোগ না দিলে বাঙালি মুসলমানের রাজনৈতিক জীবন অসম্পূর্ণ থেকে যায়।‌

দুবনা, ১৩ ডিসেম্বর ২০২৫

Wednesday, December 10, 2025

গন্তব্য

অনেক অমিলের পরেও ইউনূস সরকার বা জামায়াত শিবির এবং বামপন্থী বিশেষ করে সিপিবির মধ্যে একটা গভীর মিল বা মিতালী আছে। উগ্র ডানপন্থীরা আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হতে বা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না আর বামেরা স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবিলায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের কর্মীদের সাথে কোন আঁতাত করতে চায় না। ঘটনা দুটি কাকতালীয় হলেও গন্তব্য এক। এবং সেটা মৌলবাদের ক্ষমতায়ন - বামপন্থী মৌলবাদ নয় চরম দক্ষিণপন্থী।

দুবনা, ১০ ডিসেম্বর ২০২৫

Sunday, December 7, 2025

অনুভূতি

যাচ্ছিলাম আরিয়ানের সাথে দেখা করতে মেট্রো এয়ার পোর্টে। ও দেশ থেকে আমার জন্য একটা প্যাকেট নিয়ে এসেছে। 
ইদানিং পায়েরা আর শরীরের ভার তেমন বইতে চায় না। আলসেমি করে। ওদের এই দশা দেখে পদোন্নতির আশা ছেড়ে দিয়েছি অনেক দিন। যাহোক দেখলাম দুই মধ্যবয়সী ছেলের মাঝে সীটটা একেবারে বেদখল হয়ে যায়নি। তাই বসে পড়লাম। জীবনে প্রথমবারের মত নিজেকে বেশ মোটাসোটা মনে হল। শুনেছি বড়লোকদের সাথে ওঠাবসা করলে নিজেকে বড়লোক মনে হয়। এখন দেখি মোটাসোটা মানুষের মাঝে বসলেও নিজেকে মোটাসোটা মনে হয়। যারা নিজেদের কাবু মনে করেন এটা ট্রাই করতে পারেন। 

মস্কো, ০৭ ডিসেম্বর ২০২৫

প্রশ্ন

ফেসবুকে এক মোল্লার বয়ান শুনলাম, - "যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাক।" মনে পড়ে গেল ২০২৪ এর জুলাই আগস্টের কথা। সেখানেও সোনার বাংলা, ধনে ধান্যে পুষ্পে ভরা এসব গান গেয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছিল একাত্তরের পরাজিত শক্তি। এভাবেই রবীন্দ্রনাথ সহ পঞ্চ কবির গান, শেখ মুজিবের ভাষণ নকল করে রাজাকাররা মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসে এদেশের মাটি থেকে রবীন্দ্রনাথ, মুজিবদের নাম মুছে ফেলার জন্য। ধর্মের নামে মিথ্যাচার করে দিনের শেষে এরা ধর্মকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। এরা যদি বিশ্বাসঘাতক ও ধর্মদ্রোহী না হয় তবে কে?

মস্কোর পথে, ০৭ ডিসেম্বর ২০২৫

Friday, December 5, 2025

আনন্দ

কথায় আছে গাছে কাঁঠাল গোঁফে তেল। তবে বাংলাদেশের নির্বাচন যদি গাছ হয় তবে এখনও সেটা শুধুই পরিকল্পনায়, জায়গা দেখা হচ্ছে, এরপর মনমতো নার্সারি থেকে চারা কেনা হবে তারপর তো গাছ লাগানো। এদিকে সব দল নির্বাচনে প্রার্থী দিয়ে বসে আছে। আমেরিকায় দলের ভেতরে আগে প্রাইমারি নির্বাচন হয়। কে জানে বাংলা-পাকি-আমেরিকান রিয়াজালী এখানেও সেটা চালু করতে চাইছে কিনা? তবে নির্বাচন নিয়ে যারা জীবনেও জিততে পারবে না এরকম হবু প্রার্থীদের উত্তেজনা দেখে ভালোই লাগছে।

দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৫

প্রশ্ন

বাংলাদেশের সমাজ ও রাজনীতির দিকে খেয়াল করলে কতগুলো ধারা বা স্রোত স্পষ্ট ভাবে দেখা যায় - 
১) ভারত বিরোধী ও ভারতপন্থী ; 
২) পাকিস্তান বিরোধী ও পাকিস্তান পন্থী; 
৩) বাংলাদেশ বিরোধী। 
বাংলাদেশ বিরোধী বলতে আমি তাদেরই বুঝি যারা 
১) একাত্তরের মুক্তিযুদ্ধ, 
২) বাহাত্তরের সংবিধান ও 
৩) স্বাধীনতার স্থপতি হিসেবে শেখ মুজিবকে অস্বীকার করে। 
সবচেয়ে যেটা অবাক করে তা হল বাংলাদেশ পন্থীদের মানে যারা উপরের তিনটি ধারাকে প্রশ্নাতীত ভাবে স্বীকার করে, তাদের অনুপস্থিতি। 
এমতাবস্থায় দেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ আছে কি?

দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৫

Thursday, December 4, 2025

বাস্তবতা

 কয়েকটি ইউরোপীয় দেশ তাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে পুতিনের ভারত সফর নিয়ে উষ্মা প্রকাশ করেছে। শক্ত মেরুদণ্ডের অধিকারী কোন দেশ এখন আর পুরানো জমিদারদের কথা কানে তোলে না, শুধু ভদ্রতার খাতিরে এড়িয়ে যায়। আর যারা মেরুদণ্ডহীন তারা এ নিয়ে দুকথা বলে পুরানো মনিবদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আর এই সুযোগে উঠতি মেরুদের বিরুদ্ধে দুকথা বলে নিজেদের নপুংশতা ঢাকার চেষ্টা করে।‌

দুবনা, ০৪ ডিসেম্বর ২০২৫

Wednesday, December 3, 2025

সমস্যা

এক প্রশ্নের উত্তরে ভ্লাদিমির পুতিন বলেছেন "আমাদের ইউরোপের সাথে যুদ্ধ করার কোন পরিকল্পনা নেই। তবে ইউরোপ যদি শুরু করে আমরা যুদ্ধ করতে প্রস্তুত।" ইউরোপের পত্র পত্রিকা এই খবর পরিবেশন করছে এভাবে - "পুতিন ইউরোপের সাথে যুদ্ধ করতে প্রস্তুত।" ভাবার কোন কারণ নেই যে ইউরোপের নেতারা বা সাংবাদিকরা পুতিনের পুরো প্রেস কনফারেন্স দেখেনি তবে ইচ্ছে করে সেটাই প্রকাশ করছে যা তাদের স্বার্থ উদ্ধারে সহায়ক। আসলে সবক্ষেত্রেই এরকম। ঠিক যেটুকু দরকার সেটা শোনা, সেভাবে ব্যাখ্যা করা। মানুষ, বিশেষ করে যাদের উপর দেশের ও দশের ভালোমন্দ নির্ভর করে, যদি সঠিক ভাবে সব কথা শোনার, বোঝার ও প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করত সমাজে অনেক সমস্যা সমাধান এমনিতেই হয়ে যেত, এমনকি অনেক সমস্যার উদ্ভবই হত না।

দুবনা, ০৩ ডিসেম্বর ২০২৫