সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় জনগণ সাধারণত বিভিন্ন জোকের মাধ্যমে সরকারের প্রতি নিজেদের মনোভাব প্রকাশ করে। সোভিয়েত আমলে বিভিন্ন বাধা নিষেধের কারণে কৌতুক ছিল সেসব করার নিরাপদ কিন্তু কার্যকরী মাধ্যম। নতুন রাশিয়ায় সেই বাধা নিষেধ নেই। তবে ইয়েলৎসিনকে নিয়ে যত কৌতুক হত পুতিনকে নিয়ে ততটা হয় না। উল্টো তিনি নিজেই বিভিন্ন বক্তব্যে কৌতুক ব্যবহার করেন। সেদিন ভালদাই ক্লাবে সেরকম একটা কৌতুক বললেন। এখানে সেটারই ভাবানুবাদ।
ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে জনগণের সাক্ষাৎকার। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন ব্রাসেলসে। কথা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে স্যাঙ্কশন আরোপ করা নিয়ে। নেতারা একের পর এক এই স্যাঙ্কশনের প্রয়োজনীয়তার পক্ষে বলেই যাচ্ছেন। কিভাবে এই স্যাঙ্কশন রুশ অর্থনীতি ধ্বংস করছে, রুশ জনগণকে দারিদ্র্যের চরম সীমায় ঠেলে দিচ্ছে, ব্লা ব্লা ব্লা
অনেকক্ষণ ধরে নেতাদের কথা শুনে জনগণের প্রতিনিধিদের একজন দাঁড়িয়ে বললেন
সবই বুঝলাম। শুধু একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। আমাদের মধ্যে আপনারা রুশ কোথায় পেলেন?
দুবনা, ২৯ অক্টোবর ২০২২