Monday, September 30, 2019

রাষ্ট্রের ষ্ট্র

দুঃস্বপ্নে দেখলাম রাষ্ট্রের রা কারা যেন মুছে দিয়েছে, রাষ্ট্র এখন শুধুই ষ্ট্র, ব্যবহৃত, ভূলুণ্ঠিত! পাশে গেলাস, বোতল আর টাকার বস্তা

দুবনা, ০১ অক্টোবর ২০১৯ 

Evil devil

VC's Vice no longer stands for deputy, now it means evil! What a devil!

Vice has many meanings. Beside deputy it also means evil. Looking at our VC's one wonders whether they are Vice Chancellor or an evil devil? 

Dubna, 01 October 2019

Дорогой

Встретил друга
- Биджан, дорогой
- Какой я дорогой? По нынешним меркам очень даже дешёвый. Даже дешевле краденнего.

Москва, 30 сентября 2019

Sunday, September 29, 2019

বেআইনি আইন

আইনকে যেভাবে বেআইনি কাজে লাগানো হচ্ছে তাতে মনে হয় সময় এসেছে আইনকেই বেআইনি ঘোষনা করার।

মস্কোর পথে, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সমস্যা


অনেক সময় সমস্যার চেয়েও বড় সমস্যা সমস্যা সমাধানের পথ নিয়ে যে মতবিরোধ তৈরি হয় সেটা। এটা মনে হয় গণতন্ত্রের একটা প্রধান সমস্যা। আর কারণেই অনেক ক্ষেত্রেই স্বৈরাচারী শাসকেরা সমাজ পরিবর্তনে বেশ সফল হয়। বিশেষ করে সমাজে কোন বড় ধরণের পরিবর্তন, যেখানে দরকার সাহসী সিদ্ধান্ত, স্বৈরাচার যত সহজে করতে পারে গণতন্ত্র তত সহজে পারে না। আর একারণেই যুদ্ধ, সামাজিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির সময় গণতন্ত্র খর্ব করা হয়, জারি করা হয় জরুরী অবস্থা। তবে স্বাভাবিক অবস্থায় স্বৈরাচার বেশি দিন চললে সেটা জনগণের দুর্দশার কারণ হয়। কথায় বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না।
দুবনা, ২৯ সেপ্টেম্বর ২০১৯   


Wednesday, September 25, 2019

স্বপ্নের স্বপ্ন

আজ স্বপ্নে দেখলাম এক পার্কে ঘুরতে গিয়ে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি আমার সঙ্গী সযত্নে আমাকে একটা ছবি দেখাচ্ছে। হঠাৎ ছবিটি যেন জীবন্ত হয়ে উঠলো। তার হাসিতে ভরে গেল পার্ক, আকাশ, বাতাস সবকিছু। ঘুম ভেঙ্গে গেছে সেই কোন সকালে, কিন্তু হাসিটা এখন আকাশের নীলে লেগেই আছে।

দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০১৯

লাইট পেন্সিল, ফোকাস ওয়ার্কশপ 
 
 
 

Tuesday, September 24, 2019

জুয়া

আমাদের ছোটবেলায় মেলায় বিভিন্ন রকমের খেলা ছিল, সেগুলোর একটা জুয়া খেলা। অল্প পয়সার, তবুও জুয়া। এরপর আইস্ক্রীমওয়ালা আইস্ক্রীম বিক্রি করে সাদা কাগজ টানতে বলত, সেখানে অদৃশ্য কালিতে লেখা থাকতো সংখ্যা। আইস্ক্রীমে সেটা ভেজালে সংখ্যা দেখা যেত, একটা কিনে পাওয়া যেত অনেকগুলো আইস্ক্রীম। ব্যাংক থেকে দু চার হাজার টাকা লোন নিয়ে দাস না হয়ে অনেকে কোটি কোটি টাকা লোন নিয়ে যেমন শিল্পপতি বা ঐজাতীয়  কিছু হয়, রথের মেলার সেই জুয়া যখন  কোটটাই পড়া মানুষেরা খেলে আর তা খেলা হয় শীততাপ নিয়ন্ত্রিত, সশস্ত্র প্রহরী দ্বারা রক্ষিত কোটি টাকা দামের কোনো ভবনে সেটা হয় ক্যাসিনো। কিন্তু এসব খেলার মূল একটাই - বলতে গেলে বিনা পরিশ্রমে মুহূর্তে ভাগ্য ফেরানো - সেটা গরীব থেকে ধনী বা ধনী থেকে গরীব - যেটাই হোক না কেন। যে দেশে প্রায় সবাই ভাগ্য বিশ্বাস করে সেখানে মানুষ এভাবে ভাগ্য ফেরাতে চাইবে - সেটা কী খুব বড় অপরাধ? তা ছাড়া আমাদের দেশের প্রায় সব মানুষ যেখানে অনবরত জীবন বাজী রেখে দিন কাটাচ্ছে সেখানে এসব তো নস্যি। দেশে কয়জন লোক এই বিশ্বাস নিয়ে বাইরে যেতে পারে যে সে রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হবে  না? কয় জন কৃষক হলফ করে বলতে পারবে যে মাথার ঘাম পায়ে ফেলে ভালো ফসল ফলিয়েও নিঃস্ব হবে না? কয় জন শ্রমিক বলতে পারবে যে বিদেশে তারা বিভিন্ন লাঞ্ছনার শিকার হবে না, বা বিদেশে পাঠানোর নাম করে তাদের সর্বস্বান্ত হতে হবে না?  আর মানুষ কিন্তু এ ধরণের জুয়া খেলতে বাধ্য হচ্ছে সরকারী নীতির কারণেই। সেসব বিবেচনায় ক্যাসিনো নিধণ যজ্ঞ শুধুই লোক দেখানো ব্যাপার। যতক্ষণ না সরকার নিজেদের নীতিমালায় পরিবর্তন আনছে, ভেতর থেকে দল ও সরকারকে দূর্নীতিমুক্ত করছে, আর যেসব নীতিমালা মানুষের সব দুঃখের, সব কষ্টের, সব নিরাপত্তাহীনতার কারণ সেগুলো নির্মূল করছে  - ততক্ষণ পর্যন্ত সরকারের এসব  অভিযান হবে আরো একটা জুয়া খেলা।                 

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৯ 

লোপা

গতরাত থেকে টাইম লাইন ভরে আছে তানিয়া মোর্শেদের চলে যাওয়ার খবরে। তানিয়া মোর্শেদকে ব্যক্তিগত ভাবে চিনতাম না, ও আমার এফ বি  ফ্রেন্ড  লিস্টেও ছিল না, তবুও ওকে জানতাম ওর লেখায়। সেটাও এই ফেসবুকেই। কখনো কোন বন্ধুদের স্ট্যাটাসে কমেন্ট পড়ে, কখনো উইমেন চ্যাপ্টারে কোনো লেখা থেকে। খুব সুন্দর লিখতো। পরিচয় বা বন্ধুত্ব না থাকলেও এক ধরণের বন্ধুত্ব, একাত্মতা অনুভব করতাম, কারণ ওর অনেক কথা, অনেক দেখাই আমার কথা, আমার ভাবনার সাথে মিলে যেত। কোন কোন ঘটনা মনে হত আমরা পাশাপাশি বসেই দেখেছি, দেখছি।  ওর এফ বি বন্ধু লিস্টে আমার অনেক সোভিয়েত ফেরত বন্ধুদের দেখে ও আমাদেরই কেউ, মানে এ দেশে পড়াশুনা করা কেউ বলে মনে করতাম। সে ভুল ভাঙলো অবশ্য বেশিদিন আগে নয়, কার এক লেখায় যখন ওকে লোপা নাম দেখলাম। মনে হল ১৯৮৬ সালের কথা। আমি তখন থার্ড ইয়ারের ছাত্র। শাওন আর রুমা এসেছে মস্কোয় পড়তে, থাকে মস্কো স্টেট্ ইউনিভার্সিটির হোস্টেলে। আমি প্রায়ই যেতাম ওদের ওখানে, প্রায় বিকালেই শাওনের সাথে ঘুরতাম আশেপাশের রাস্তায়, শুনতাম ওর রাজশাহীতে ফেলে আসা দিনগুলোর, বন্ধুবান্ধবীদের কথা। সুস্মি, রমা, লিসা, লোপা আরও কত নাম। তখনই অনেকের মতোই লোপাও আমার জগতে ঢুকে পরে। পরে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে ফেসবুকে।  তবে লোপার সাথে সেটা হয়নি, মনে হয় ওকে চিনতে চিনতে অনেকটা সময় পেরিয়ে গেছে বলে, আর যখন চিনলাম, তখন ও এফ বি থেকে বলতে গেলে অদৃশ্য গেছে। তাই গতকাল যখন দেখলাম "লোপা চলে গেছে" কী যেন একটা নাই হয়ে গেল জীবন থেকে।  এভাবেই হয়তো কাছের মানুষরা আজীবন অচেনা, অদেখা থেকে যায়, তারপর একদিন যখন সত্যি সত্যি ধরা ছোঁয়ার আড়ালে চলে যায় - মনটা কেঁদে ওঠে কেন দেখা হলো না, কেন কথা হলো না - অন্তত এখানে, এই ফেসবুক প্রান্তরে।     

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৯ 


Monday, September 23, 2019

ভাংগা গড়া

মানুষ স্বাধীনতার জন্যে লড়াই করে দেশ গড়বে বলে। ভারতবর্ষ এ ক্ষেত্রে অনন্য। সে স্বাধীন হয়েছিল ভাংগনের মধ্য দিয়ে।

মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Sunday, September 22, 2019

কলকাঠি

কথায় বলে আগে আপনি নামের জন্য কাজ করেন, পরে নাম আপনার জন্য কাজ করে। একই ভাবে আপনি আগে রাজনীতি কলুষিত করেন, পরে রাজনীতি আপনাকে কলুষিত করে। সমস্যা হল প্রথম কাজটা আপনার নিয়ন্ত্রণে হলেও দ্বিতীয় ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণের শুধু বাইরেই নয়, ক্ষেত্র বিশেষে উল্টো আপনাকেই নিয়ন্ত্রণ করে।

মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০১৯

অকাল মৃত্যু

বিশেষণের ভীড়ে পদদলিত হয়ে  বিশেষ্য কখন যে অকাল মৃত্যু বরণ করেছে  ভক্তরা সেটা টেরই পায়নি। ইস,  এতগুলো বিশেষণ মাঠে মারা গেল!

মস্কো, ২২ সেপ্টেম্বর ২০১৯ 

পথ

অনেক কষ্টে খুঁজে পেলেও শেষ পর্যন্ত তিনি পথটাকে রাস্তায় হারিয়েই ঘরে ফিরেলেন।

মস্কো, ২২ সেপ্টেম্বর ২০১৯

রোদ

বেলা শেষে ভাঙ্গল রোদের ঘুম
গরম চায়ের কাপে দিয়ে চুমুক
হাঁটতে গেল ভল্গা নদীর তীরে
বৃষ্টি ভেজা বাতাসে ভরে নিতে বুক

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০১৯



Saturday, September 21, 2019

ছুটি

রবিবার মেঘলা আকাশ দেখলেই বুঝি সূর্যও মানুষ, আজ সেও ছুটিতে আছে বৌ ছেলেমেয়েদের নিয়ে।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০১৯

ফ্রি

দেশের মানুষ স্বাধীন মানে ফ্রি হতে চেয়েছিল। এখন তারা সত্যিই ফ্রি হয়েছে। তাদের আর এক পয়সাও দাম নেই।

দুবনা, ২১ সেপ্টেম্বর ২০১৯

সমস্যা

ক্যাসিনো, মাদকাসক্তি, পরশ্রী ও পরস্ত্রীকাতরতা - এসবের চেয়েও বহুগুণ বড় সমস্যা হল মানুষ টাকা ও ক্ষমতার মদে বেহুঁশ মাতাল। 

দুবনা, ২১ সেপ্টেম্বর ২০১৯ 

Friday, September 20, 2019

যাদবপুর

যুগটা এখন কলি
যদু বংশ হল ধ্বংস
যাদবপুরের দখল নিতে
এসেছে তাই কংস 
 
দুবনা, ২১ সেপ্টেম্বর ২০১৯ 

ক্যাসিনো

ক্যাসিনো কি অবৈধ উপায়ে উপার্জিত টাকা অবৈধ ভাবে খরচ করার জন্যেই মূলত তৈরি হয়েছে বিষে বিষক্ষয় করার যন্ত্র হিসেবে? 

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০১৯ 

তবুও হক হোক

একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কলকব্জা সবই তো আপনাদের দখলে। তাহলে এমন আইন তৈরি করুন যেটা আপনাদেরও ভাংতে হবে না, আমাদেরও না। অযথা সবাইকে দুর্নীতির চোরাবালিতে নাকানি চুবানি খাওয়ানোর কোন মানে হয়? নাকি আপনারা ভাবছেন আইন আমাদের জন্য আর আপনারা সব আইন কানুনের ঊর্ধ্বে! সেটাও আইনি ভাবেই করতে পারেন বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার মত আপ্যারথায়েড পদ্ধতি চালু করে। শোষিত নিষ্পেষিত তো এমনিতেই হচ্ছি, সেটা না হয় আইনের মধ্যে থেকেই হলাম। তাতে আর যাই হোক না হোক, আম জনতার অপরাধের বোঝাটা একটু লাঘব হবে নিশ্চয়ই।

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০১৯

Thursday, September 19, 2019

চোখ লাগানো

আচ্ছা, কেউ কি বলতে পারেন, অন্ধরাও কি চোখ লাগায় বা লাগাতে পারে? 
 
দুবনা, ২০ সেপ্টেম্বর ২০১৯ 

সমস্যা

কারও বিনয় যখন মাত্রা ছাড়িয়ে যায় অতিবিনীত না মনে হয়ে আমার কেন যেন তাকে দুর্বিনীত বলে মনে হয়।

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০১৯

আবিষ্কার

আমি বছর পনের হাজারো পকেটওয়ালা এক ধরণের কোট ব্যবহার করি। এই মাত্র ওর আরও দুটো পকেট আবিষ্কার করলাম। কত কী অজানারে!

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৯

কালো চুলের রঙ

আজ এক বন্ধু ইনবক্সে প্রশ্ন করল
- বিজন দা, চুল কালো রাখার বা আজীবন ইয়ং থাকার উপায় কি?
আমার মনে পড়ল রাশিয়ায় প্রথম বছরের কথা। এখানে এসে সবাই আবিষ্কার করল তাদের চুল মাথায় আর শান্তি পাচ্ছে না, সবাই বালিশে গড়াগড়ি দিচ্ছে। এ নিয়ে সব চেয়ে চিন্তিত ছিল শুভ। আমাকে এ নিয়ে একদিন জিজ্ঞেস করায় বলেছিলাম
- চুল নিয়ে ভেবেই যদি চুল ফেলিস, তাহলে সেটা নিয়ে না ভাবাই ভাল।
সেটা ভাল না মন্দ বলতে পারব না, তবে এটা ঠিক ওদের সবার কপাল এখন খুব বড়, আমার কপালের কোনই উন্নতি বা অবনতি হয়নি।
চুল কালো কেমনে রাখতে হয় সেটা জানিনা, হবে মনে হয় মন সাদা রাখলে নিত্যতার সুত্র মেনে চুল কালো থেকে যায়। আমার মন আলোছায়ার ঘেরা, তাই নতুন দার মত আমিও সাদাকালো চুল ফেরি করে বেড়াই।
ইয়ং কেমনে থাকা যায়?
আমাকে বন্ধুরা প্রায়ই বলত আমি নাকি বাচ্চাদের মত ছোটই রয়ে গেছি। হ্যাঁ, শিশুদের মত সরল আর কৌতূহলী হতে শিখুন, যতদূর সম্ভব কম দুশ্চিন্তা করতে শিখুন দেখবেন যৌবন আপনার আগে আগে হাঁটছে। সব চেয়ে বড় কথা নিজের কাজকে ভালবাসুন, যেটা করছেন সেটা উপভোগ করুন - যৌবন তাহলে কখনই আপনাকে ছেড়ে পালাবে না। যৌবন তো বয়স নয় - এটা নিজেকে ভালবাসা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের প্রতি অগাধ আস্থা।

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
 
 

ভাব

সহজ বিষয়কে জটিল ভাবে বলে বোকাদের বিভ্রান্ত করে কিছু লোক জ্ঞানপাপী সাজতে চায়। প্রকৃত জ্ঞানীরা তাদের এই মূর্খতা দেখে হাসে। 

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ 

Wednesday, September 18, 2019

নরক যাত্রা

এইমাত্র দেশ থেকে ফোন এলো, এক আত্মীয় কাম বন্ধুর। এটাই প্রথম।

কি খবর বিজন? কেমন আছ?
আমি তো ভালই থাকি। খারাপ থাকার সময় নেই এক্কেবারে।
সেটাও একটা কথা। আমাকে চিনতে পারছ?
বা রে! চিনতে পারব না কেন?
মানে বয়েস তো হয়েছে।
আমার বয়সও কিন্তু থেমে নেই।
হুম। কেমন আছে তোমাদের ওখানকার লোকজন?
সোভিয়েত আমলে মত সমতা নেই, ধনী গরীব সবই আছে। তবে যারা সব কিছুর মধ্যেও ভালো থাকতে জানে তারা ভালই আছে।
ছেলেমেয়েরা?
খারাপ থাকলে ফোন করত, সেটা যখন করেনি ধরে নিতে হবে ভালই আছে।
তাহলে কি ওখানেই সেটেল হয়ে গেলে?
আমাদের যে কাজ, তাতে তার বয়স সীমা নেই। আশা করছি চাকরি করতে করতে একদিন নরক যাত্রা করব।
নরক কেন?
স্বর্গে যেতে হলে ভগবানকে ঘুস দিতে হয়। আমি ঘুষাঘুষির মধ্যে নেই। তাই।
ঠিক আছে, পড়ে আবার কথা হবে। ভালো থেকো।
শিওর। তুমিও ভালো থেকো।

দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Tuesday, September 17, 2019

ক্লাসের ফাঁকে

আজকাল ছাত্ররা না করে পড়াশুনা, না নেয় ঠিক মত রেস্ট। গ্রীষ্মের ছুটি শেষ, নতুন করে ক্লাস শুরু। প্রথম দিন ক্লাসে ঢুকেই দেখি প্রায় সবাই উপস্থিত।
কি খবর তোমাদের?
খুব ভালো।
ছুটি কেমন কাটল?
মহা আনন্দে।
দেখে তো তা মনে হচ্ছে না।
কেন?
আমার তো মনে হচ্ছে আমি ছাড়া এই সামারে এখানে আর কেউই সান বাথ করেনি।
এই মোক্ষম অস্ত্রে সবাই ধরাশায়ী।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০১৯


Monday, September 16, 2019

বেদখল

জমি জমা তো গেছেই এভাবে চলতে থাকলে একদিন খোদ ঈশ্বরও বেদখল হয়ে যাবে

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ 

জ্ঞান

সজ্ঞানে অজ্ঞান যে জন
মহা মূর্খ সে
তার জ্ঞান ফেরাবে কেমনে
ফেরাবেই বা কে? 
 
দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ 

আবাক বিশ্ব

উপাচার্য ব্যাপারটা দেখছি ছোটখাটো কোন আশ্চর্য নয়, একেবারে মহা আশ্চর্য। 
 
দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ 

Sunday, September 15, 2019

ট্রাজেডী

মানুষ সারা জীবন ক্ষমতার জন্য লড়াই করে দিনের শেষে ক্ষমতার কাছে আত্মসমর্পণ করার জন্য। এটাই ট্রাজেডী

মস্কো, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ক্ষমতা

ক্ষমতাই মানুষের বড় অক্ষমতা। ক্ষমতার কাছে মানুষ সত্যিই অক্ষম।

মস্কো, ১৬ সেপ্টেম্বর ২০১৯

স্বাধীনতা

আমার মাঝে মাঝে মনে হয় আমরা সবচেয়ে স্বাধীন জাতি, বিশেষ করে নৈতিকতা, দায়িত্ববোধ, পরমত সহিষ্নুতা - এসব থেকে মুক্ত, স্বাধীন।

মস্কো, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Saturday, September 14, 2019

একের ভেতরে চার

দাদা, ঘুস দেওয়া নেওয়া সমস্যার কোন সমাধান নেই?
থাকবে না কেন? সব সমস্যার সমাধান আছে। এ সমস্যারও আছে।
কি সেই সমাধান?
সরকারের উচিত একে দান-খয়রাত বলে ঘোষণা দেওয়া। এতে এক ঢিলে অনেক পাখি মারা যাবে। প্রথমতঃ দান-খয়রাত অপরাধ নয়। অনেক লোক হয়রানি থেকে বাঁচবে। দ্বিতীয়ত সাধারণ মানুষ যারা ঘুস দিতে বাধ্য হয় আর নিজেদের বন্চিত মনে করে তারা নিজেদের দাতার আসনে দেখবে। এতে তাদের আত্মসন্মানবোধ বাড়বে। তৃতীয়ত আমাদের দেশে মূলত ঘুস খায় আমলারা। মানুষ তাদের ঘৃণা করে। কলমের এক খোঁচায় তারা সবাই ভিক্ষুক হয়ে যাবে। জনতার রোষ করুনায় পরিনত হবে। আমলাদেরও দম্ভ ভাংবে। আরও আছে। ঘুস দেওয়া নেওয়া যেখানে পাপ বা গুনাহ, দান-খয়রাত সেখানে পূণ্য বা ছোয়াব। শেষ বিচারের দিন এতে কত বাংগালী স্বর্গে যাবে কল্পনা করতে পার? বাংলাদেশে আমরা বেহেশত বানাতে পারিনি কিন্তু বেহেশতকে বাংলাদেশ বানানোর এই সুযোগ হাত ছাড়া করা কি সরকারের ঠিক হবে?

মস্কো, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ক্ষমতা

চাঁদ সূর্যের কান থাকলে অনেক রাজনীতিবিদই ওদের কান ধরে ওঠ বস করাত। কী বাঁচাটাই না বেঁচে গেছে ওরা।

মস্কো, ১৪ সেপ্টেম্বর ২০১৯

প্রশ্ন

ঘুসের টাকা ঘুস দিলে বিষে বিষ কাটে নাকি বোঝার উপর শাঁকের আটির মত অপরাধ আরেকটু জেঁকে বসে? 

দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০১৯ 

Friday, September 13, 2019

বাজার

এই যে আপনারা এত রাজনীতির মাঠ রাজনীতির মাঠ বলে গলা ফাটান, তা রাজনীতির মাঠ দেখেন কোথায়? চারিদিকে তো শুধু রাজনীতির শেয়ার বাজার। বেচা আর কেনা, কেনা আর বেচা। দল, দেশ, আদর্শ, বিবেক, ইতিহাস, ভূগোল, অতীত, ভবিষ্যৎ - কী বিক্রি হয় না এই বাজারে? তবে সব চেয়ে চালু মাল এখানে টাকা।

দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০১৯

জ্ঞানের মূল্য

বই কিনতে প্রায় লাখ টাকা খরচ!
খুশি লাগছে ভেবে যে আমাদের আমলারা নিরক্ষতার উপর হামলা চালাচ্ছে আর জ্ঞানের পেছনে শেষ পর্যন্ত টাকা খরচ করছে। কি বললেন? ভালো কাজ করতে গেলে একটু বেহিসাবি না হলে চলে? সব জায়গায় কি কৃপণতা মানায়?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৯

লেখা

- কি সব ছাইপাঁশ যে লেখ, একটুও কী লজ্জাশরম নেই তোমার?
- লজ্জার কি আছে? আমরা ঘর থেকে নোংরা ফেলে কি লজ্জা পাই? আমার লেখাও মনের ভেতরে জমে থাকা সব আবর্জনা দূর করে ফেলা, মন পরিষ্কার রাখা। নামটা শুধু ডাস্টবিন না হয়ে সামাজিক মধ্যম রাখা হয়েছে, সে তো আমার দোষ নয়!

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Wednesday, September 11, 2019

শুরু ও শেষের লুকোচুরি

সব শুরুরই শেষ আছে সব শেষেরই শুরু
শুরুই যদি শেষ বনে যায় ভালো কি সেটা গুরু? 
শেষের শুরু শুরু হলে বুঝতে হবে ভাই
নতুন দিনের ডাক এসেছে পুরনোর স্থান নাই।
শেষের থেকে শুরু করে শুরুটা কর শেষ
কালের খাতায় তবেই থাকবে শুরু ও শেষের রেশ।

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৯

রেলগাড়ি

ট্রাফিক জ্যামে পড়লে গাড়িগুলোকে মনে হয় আদিঅন্তহীন রেলগাড়ি আর নিজেকে মনে হয় শম্বূক গতিতে চলমান সেই রেলগাড়ির ছোট্ট একটা ওয়াগনের একজন অসহায় যাত্রী। বসে থাকতে একসময় যখন মাথার ভেতর ঝিকঝিক ঝিকঝিক শব্দে রেলগাড়ি চলতে শুরু করে যাত্রা তখনই ষোল কলায় পূর্ণ হয়।

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৯

রাগ

আদি অন্তহীন ভাদ্র মাস আর পাগলা কুকুরে ভরে যাচ্ছে দেশ। দরকার র্যাডিক্যাল পদক্ষেপ! 
 
দুবনা, ১১ সেপ্টেম্বর ২০১৯ 

অন্তর্দৃষ্টি

হঠাৎ করেই বৌয়ের সাথে এক বাসায় না থাকার একটা মাইনাস পয়েন্ট পেয়ে গেলাম। আমার কিছু প্লেট ধবধবে সাদা, কিছু কুচকুচে কালো। কালো, যাতে কেউ বলতে না পারে প্লেটগুলো নোংরা। মাঝে মধ্যেই ইচ্ছে হয় দেখতে কালোটা কী শুধুই উপরে, নাকি পুরো ম্যাটেরিয়ালটাই কালো। কিন্তু আজ পর্যন্ত কোন প্লেট ভাঙ্গেনি। আজ মনে হল বৌয়ের সাথে এক বাসায় থাকলে কোন অজুহাতে ঝগড়া বাধিয়ে প্লেট ভেঙ্গে মনের ইচ্ছেটা পূরণ করা যেত। চাইলে এমনিতেও প্লেট ভাঙ্গা যায়, তবে ব্যাপারটা কেমন যেন পানসে লাগবে বলে মনে হয়!

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০১৯

Tuesday, September 10, 2019

বিচ্ছিন্ন প্রেস রিলিজ

বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় বিচ্ছিন্নতাবাদীরা দেশের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এলাকায় মূর্তির দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করছে বলে গণ মাধ্যমে বিচ্ছিন্ন ভাবে খবর আসছে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করলেও এদের বিচ্ছিন্নতাবাদী ঘটনা বলে না দেখার জন্য সরকারের বিভিন্ন পা উঁচু মানে উচ্চ পদস্থ কর্মকর্তারা জনগণের বিশেষ করে ভুক্তভোগী অসম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০১৯

এলার্জি

ভার্সিটি যাচ্ছিলাম। মেট্রো থেকে বেরুতেই দেখি আম্বুলেন্স দাঁড়িয়ে আছে। শীত পড়তে দেরী নেই। ইনফ্লুয়েঞ্জার টিকা দিচ্ছে বিনে পয়সায়। ইনস্টিটিউটে ব্যবস্থা আছে, তবে যেহেতু পথেই সুযোগ এলো, ভাবলাম এই সুযোগে হাতটাকে একটু শায়েস্তা করা যাক। কাগজ পত্র লিখে  আমাকে পাঠালো টিকা নিতে।
- এলার্জি আছে?
- হ্যাঁ, কোনো কোনো মানুষের প্রতি আমার ভীষণ এলার্জি।
- ওটা ধর্তব্যের মধ্যে না।
একটু খানি মশার কামড়, তারপরেই ছুটি এক বছরের মত।

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৯

মিথ্যে মিথ

সাম্প্রদায়িকতার সাথে সম্প্রীতি কথাটা ঠিক যায়না
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাজারে কেউ খায় না
অযথা দূষিত করবেন না অভিধান
সাম্প্রদায়িকতা না সম্প্ৰীতি - ঝেড়ে বলুন কোনটা চান?
আগাও খাবেন, গোড়াও খাবেন - সেসব আর কতদিন
বোরকার নীচে বিকিনি পরার বদভ্যাস এবার বাদ দিন 
সামনে দাড়ি পেছনে টিকি মধ্যিখানে কুমতলব
জীবন ভরে এঁটে গেলেন লোক ঠকানোর ফন্দি সব
ঢের হয়েছে মুখোশ পরা দেখান এবার চাঁদ বদন 
দেশের মালিক আপনারা নন দেশের মালিক জনগণ

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৯



Monday, September 9, 2019

মূর্তি

মূর্তি ভাংলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় না। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এ নিয়ে কথা বললে। মূর্তির সাথে ভাবের এ এক অদ্ভুত ভাব

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৯

থ্যাঙ্কু

বয় মুরগির রান আর বুকের রোস্ট পরিবেশন করেছে।
থ্যাঙ্কু।
আমি ঠ্যাং খামু না। ওইটা তুমি খাও। বুকটা আমারে দাও।

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

গ্রহের দৃষ্টি

বিগ্রহ নিগ্রহে আগ্রহ
ভিনগ্রহের বাসিন্দাদের অনুগ্রহ
খবর দিয়েছে উপগ্রহ

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

Sunday, September 8, 2019

ভালো

ভালোয় ভালোয় ভালো হয়ে যাও বলছি।
নইলে ভালো হবে না কিন্তু বলে দিলাম

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

মূর্তি ভাংচুর

নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি।
রক্তবিহীন হত্যা যজ্ঞ।
অসাম্প্রদায়িক সমাজ।

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

সহনশীলতা

আমাদের ছাত্র জীবনে এক বাংলাদেশী ছাত্রকে পাংকরা ধরে পিটিয়েছিল, সেটাও সেই লোক লন্ডন থেকে ফিরে অদ্ভুত স্টাইলে চুল কাটার পরে। উনি খুব দুঃখ পেয়েছিলেন, যতটা না মার্ খেয়ে তার চেয়ে বেশি পাংকরা এটা করলো বলে। অসাম্প্রদায়িক বাংলাদেশে (মনে পড়ে ট্রাম্পের প্রিয়া দর্শনের পর সবাই কেমন অসাম্প্রদায়িকতার সবুজ ঝাণ্ডা তুলে ধরেছিল) মূর্তির গলা কেটে যেভাবে অসাম্প্রদায়িকতার বিজয় মিছিল চলছে তাতে কিন্তু কারো অনুভূতিতে বিন্দুমাত্র সুড়সুড়ি লাগছে না। একেই বলে সহনশীলতা!

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৯

লেখাপড়া

এক সময় বই পড়তাম, এখন বই লিখি। এটা অনেক সহজ। বইয়ের লেখক এতো বেশি আর সবাই এতো বেশি বেশি লেখে যে পড়তে গেলে আর কোনো কাজের সময় থাকে না। লিখি আমি ধীরে সুস্থে, কালে ভদ্রে - বলতে পারেন আমার লেখা মানে অবসর যাপন করা। বলতে পারেন আমি লিখিও না , আমি বসে বসে আকাশে অক্ষর আঁকি।

মস্কো, ০৮ সেপ্টেম্বর ২০১৯ 

ভুল

ভুলেও কভু ভুল কর না
মানুষ চিনতে ভুল
ভুল মানুষকে ভুল বুঝলে
দেবে ভুলের মাশুল

মস্কো, ০৮ সেপ্টেম্বর ২০১৯


ভালো মন্দ

কোলাকুলি ভালো বটে
হাতাহাতি মন্দ
চোখাচোখি আশা জাগায়
গালাগালি ভাংগে ছন্দ

মস্কোর পথে, ০৮ সেপ্টেম্বর ২০১৯

সুখের দিনকাল

সুখের নাকি হয়েছে ভীষণ অসুখ
অসুখের সাথে জুটেছে আবার বিসুখ
অসুখে বিসুখে সুখের দিন কাটে
উদ্দেশ্য বিহীন ঘুরে হাটে মাঠে ঘাটে 
 
দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০১৯ 

Saturday, September 7, 2019

আগুন

বনের আগুনে মন পুড়ে ছারখার
হেমন্তে বসন্ত ফিরে এসেছে আবার 
 
দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০১৯  


ভুলভাল আবেদন

ভুল করে কোন ভুল করে থাকলে ভুল করে হলেও ক্ষমা করতে ভুলবেন না যেন।

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০১৯

পাচার

তরল বা গ্যাসের ধর্ম শূন্যস্থান পূরণ করা। দেশ থেকে নাকি ৭৫ হাজার কোটি টাকা বিদেশে যাচ্ছে। যাক, আমাদের চেয়েও গরীব দেশ আছে! 

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০১৯ 

টেস্ট

টেস্ট ক্রিকেট আমার এজন্যেই ভালো লাগে যে এটা সব সময়ই টেস্ট - ফাইনাল না। ফেল করলেও স্যারদের ধরে ফাইনালে বসা যাবে। 

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০১৯ 

Thursday, September 5, 2019

অভিযান

সময় এসেছে দুর্নীতি ও আইনহীনতার বিরুদ্ধে জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা অভিযান চালানোর। 

দুর্নীতি হল খাদের মত, খাদ ছাড়া যেমন গয়না হয়না, দুর্নীতি ছাড়া সমাজ হয়না। তাই দুর্নীতি উচ্ছেদের কথা না বলে সেটা নিয়ন্ত্রণের কথা বলা অনেক বেশি বাস্তবসম্মত। 

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০১৯ 

Wednesday, September 4, 2019

স্বাদহীন স্বাধীনতা

মানুষের স্বাধীনতার মধ্যে আজকাল কেমন যেন এক ধরণের স্বাদহীনতা ঢুকে গেছে। স্বাদহীন স্বাধীন জীবন হয়েছে বর্ণহীন। 

দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০১৯ 

Monday, September 2, 2019

সুখ

মস্কোয় ঢোকার একঘন্টা আগে ট্রেনে সেটা ঘোষণা করলো। আমিও পারিবারিক গ্রূপে জানিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সেভার ফোন এলো
- পাপা, তোমাকে মিট করতে হবে?
পাঁচ সাত দিনের জন্য বাইরে গেলে আমার সাথে তেমন কিছুই থাকে না। ক্যামেরার ব্যাগই সবচেয়ে ভারী। বলতেই পারতাম দরকার নেই, তবুও বললাম মেট্রো স্টেশনে আসতে। আসলে এ সবই এক ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমাদের ছোটবেলায় বাবা যখন নারায়ণগঞ্জ মোকাম বা ঘিওর বা ঝিটকা হাট থেকে ফিরতেন, অনেক দূর থেকে চাবির গোছার শব্দ সেই আগমনী বার্তা জানিয়ে দিত। আমরা দৌঁড়ে যেতাম বাবার কাছে, হাত থেকে ব্যাগ নিতাম (সেসব অবশ্য আমাদের জন্যই বিভিন্ন ফলে আর মিষ্টিতে ভরা থাকতো, সেসময় আপেল, আঙ্গুর এসব ঢাকার বাইরে খুব একটা পাওয়া যেত না), পা টিপে দিতাম।       
মেট্রো থেকে বেরিয়ে দেখি সেভা আসছে। হাত বাড়িয়ে ব্যাগটা নিলো। ওর মুখে সুখের হাসি। আমার মনেও।

মস্কো, ০৩ সেপ্টেম্বর ২০১৯



হয়তো

কেন যেন মনে হয় একদিন "ভালোবাসি" বা অনেক প্রশংসাসূচক বাক্য অনেক মানুষের অনুভূতিতে তীব্র আঘাত হানবে আর যারা এসব বলে তাদের অনেকটা ব্ল্যাসফেমি আইনের মত কোনো আইনের আওতায় আনা হবে। হয়তো রবীন্দ্রনাথও  তখন পাত্তারি গোটাবেন।

মস্কো, ০৩ সেপ্টেম্বর ২০১৯ 



ভয়

বসন্ত আসবে না আর ফিরে
বিহঙ্গ গাইবে না আর গান
বিহঙ্গিনী করে যদি অভিযোগ
ভয়ে বিহঙ্গের ত্রাহি ত্রাহি প্রান

বুলগার, ০২ সেপ্টেম্বর ২০১৯