ভিন্নরুপী ডিজিটাল
পৃথিবী জুড়ে চলছে যন্ত্রের জয়জয়াকার - চারিদিকে শুধু ডিজিটাল
কান্ডকারখানা| এই আমরা মানুষরাও যন্ত্র হয়ে যাচ্ছি - যন্ত্রায়ন চলছে আলোর
গতিতে|
প্রায়ই দেখি উন্নত দেশগুলোতে রোবট প্রদর্শনী হয় - কেউ কথা বলে, কেউ নাচে-গায়|
আমাদের দেশও পিছিয়ে নেই| এখানে ঢাল, তলোয়ার, চাপাতি আজকাল নিজেরাই চলা
ফেরা করে| তবে ওরা আরো উন্নত পদ্ধতিতে চলে - অনেকটা সসারের মতো - হুট করে
আজ এখানে, কাল ওখানে উদয় হয়, মানুষের গলায় আর মাথায় হাত বুলিয়ে সবার
অগোচরে আবার উধাও হয়ে যায়| আর আমরা যারা ওদের আদর এখনো অনুভব করিনি - বসে
থাকি ও আবার কবে কোথায় আসবে এই দুরাশায়|
মনিকার আঁকা একটা ছবি
No comments:
Post a Comment