জানালার বাইরে রাত দুটো, আকাশে রংবেরঙের পথ - সূর্য্যটা সারা দিনের তাপ আর গরম সইতে না পেরে ডুব দিয়েছে মস্কো সাগরে, আর তার ফেলে যাওয়া পথে একটু একটু করে হেটে যাচ্ছে তারার মিছিল। আমিও যাচ্ছি ওদের পেছন পেছন আর বন্ধুদের জন্য আঁকছি সেই পথ - অন্তহীন পথ!
রাত ২.১৫, ২৯ জুন ২০১৬ - দুবনার আকাশ
No comments:
Post a Comment