প্রতিদিনের মতো গতকালও সকাল এলো। অন্যান্য
দিনে ও আসে চুপি চুপি, আমার ঘুমের ঘোরে। তবে গতকাল ও এলো জানান দিয়ে - আকাশ
পথ আলোকিত করে। সূর্য্য তখনো ঘুম থেকে ঠিক ওঠেনি, কম্বলের নীচে মুখ ঢেকে
হাই তুলছে আর আড়মোড়া দিচ্ছে। কম্বলের ফাঁকফোকর দিয়ে যে এক আধটু রশ্মি
বেরিয়ে আসছে, তাই নানা রঙে রাঙিয়ে তুলছে সকালের পথ। রাত জেগে বসে আছি আমি।
দেখছি সকালের পা টিপে টিপে আসা। আর আকাশে রঙের মেলা।
দুবনা ২৯ জুন ২০১৬
ভোর ২.৫৫ যে পথ চলা শুরু, মাঝে ৩.৪০ এ বিরতি শেষ শেষ পর্যন্ত ৪.১০ এ ঘরে ফেরা
No comments:
Post a Comment