Wednesday, June 22, 2016

মনোপলি

মুনতাসির মামুনের একটা লেখা নিয়ে অনেক বাক-বিতন্ডা চলছে আজ| যেহেতু আসল লেখাটির লিঙ্ক কেউ দিচ্ছেন না, তাই ওটা নিয়ে কিছু বলতে পারছি না| তবে আবার রানা দাশগুপ্তের কথা এসেছে| উনি মোদির প্রতি কোনো রকম আহ্বান জানানোর কথা অস্বীকার করেছেন| তবুও, আগে একটা প্রশ্ন করেছিলাম - "যেখানে আওয়ামীলীগ আর বিএনপি ক্ষমতার পরিবর্তনের জন্য হরহামেশা ভারত বা আমেরিকার কাছে আবেদন জানায়, তখন রানা দাশগুপ্তের সংখ্যালঘুদের প্রতি আক্রমন রোধের আবেদন তো অনেকটা নিরামিষ| নাকি আমাদের দেশে এখন
"দুই টাকা চুরি করলে চোর, কোটি টাকা চুরি করলে শিল্পপতি",
"এক খুনে খুনী, লাখ মানুষ মারলে জাতীয় বীর"?
সব দেখে আমার মনে হয়, রানা দাশগুপ্ত বা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের অধিকা্রের কথা বলায় আওয়ামীলীগ বা মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবিরা খুব নাখোশ| কেননা - এরা মনেই করেন "হিন্দু তথা সংখ্যালঘুদের অধিকার আদায়ের আন্দোলন করার একচ্ছত্র অধিকার শুধু তাদেরই|" কোথাকার কোন রানা দাশগুপ্ত উড়ে এসে জুড়ে বসলো আবার|
মনোপলি বলে কথা|

No comments:

Post a Comment