দেশে একের পর এক অনেক কিছুই ঘটে যাচ্ছে - সরকারী হরিলুটের বাতাসা পাবার জন্য এমনকি একাত্তরের চেতনার উল্টোপথের লোকেরাও ওলামা লীগ বা অন্যান্য সব লীগ করে আন্দোলনে নেমেছে| এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মনে হয় উজানে মৃত্যুর পথযাত্রী| এরা সারা জীবন আওয়ামীলীগ করে বা ওদের ভোট দেয়, আর আজ পরিস্থতির চাপে আওয়ামীলীগ বিরোধিতা করতে হচ্ছে| তাই বলি, একটা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য লীগ যদি করা যায় আর মূল দলের কর্মসূচীকে পারত পক্ষে নিজেদের কর্মসূচী (প্রয়োজনীয় পরিবর্তন সহ) হিসেবে ঘোষণা করা যায় - তবে খেলাটা জমবে ভালো| দেশ থেকে বিরোধী রাজনীতিতো ঝেটিয়ে বিদায় করা হয়েছে - তাই পক্ষে থেকেই যতটা আদায় করার করতে হবে| তবে ঝুড়িতে যে সবার জায়গা হবে তার কিন্তু গ্যারান্টি নেই|
কি খুব আবোল-তাবোল হয়ে গেলো?
মনিকার একটা পুরানো ছবি
মনিকার একটা পুরানো ছবি
No comments:
Post a Comment